মরসুম শেষ হওয়ার আগে থেকে শুরু হয়েছে দল বদল সংক্রান্ত জল্পনা। ইস্টবেঙ্গল (East Bengal) কোন কোন ফুটবলারকে টার্গেট করেছে সে ব্যাপারে ফুটবল প্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। বিশেষত বিদেশি ফুটবলারদের নিয়ে রয়েছে জল্পনা।
সম্প্রতি জিম সেশনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ইস্টবেঙ্গল এফসি। সেখানে পাঁচজন ফুটবলারকে দেখানো হয়েছে। যার মধ্যে দু’জন বিদেশি খেলোয়াড়।
এবারের স্কোয়াডের একাধিক বিদেশি ফুটবলারকে হয়তো সামনের মরসুমের জন্য ধরে রাখবে না লাল হলুদ শিবির। ক্লেইটন সিলভা, হিজাজী মাহেরকে নিয়ে উঠেছিল প্রশ্ন। মাহের অন্য ক্লাবে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে শেষ পাওয়া আপডেট অনুযায়ী হিজাজী মাহের ইস্টবেঙ্গলেই থাকছেন। যদিও ক্লাবের পক্ষ থেকে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি।
ক্লেইটন সিলভা গত মরসুমের মতো এবারেও বেশ কিছু গোল করেছেন। দলের প্রধান স্ট্রাইকারের ভূমিকা ধারাবাহিকভাবে পালন করেছেন ব্রাজিলিয়ান। তবুও সিলভার বয়স একটা ফ্যাক্টর।
Keeping the hustle 🔛, one rep at a time! 💪🏋️#WednesdayWorkout #JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/DdBqUHlb51
— East Bengal FC (@eastbengal_fc) May 1, 2024
ইস্টবেঙ্গল সম্প্রতি যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল সেখানে এই দুই বিদেশিকে দেখানো হয়েছে। হিজাজী মাহের ও ক্লেইটন সিলভা দু’জনেই করছেন জিম সেশন। এই সূত্র থেকে ধরে নেওয়া হচ্ছে আগামী মরসুমেও লাল হলুদ স্কোয়াডে থাকছেন মাহের ও সিলভা।