East Bengal : লিগের এই দুই ফুটবলারকেও দলে নিতে আগ্রহী লাল হলুদ

আই লিগে খেলা একাধিক ফুটবলারের দিকে নজর রাখছে ইস্টবেঙ্গল (East Bengal)। জানা গিয়েছে নেরোকা ফুটবল ক্লাবের দুই ফুটবলারের প্রতি ক্লাবের আগ্রহ রয়েছে। দুই ফুটবলারই ইতিমধ্যে…

short-samachar

আই লিগে খেলা একাধিক ফুটবলারের দিকে নজর রাখছে ইস্টবেঙ্গল (East Bengal)। জানা গিয়েছে নেরোকা ফুটবল ক্লাবের দুই ফুটবলারের প্রতি ক্লাবের আগ্রহ রয়েছে। দুই ফুটবলারই ইতিমধ্যে আই লিগে ভালো পারফরম্যান্স তুলে ধরেছেন।

   

নেরোকা ফুটবল ক্লাবের হয়ে খেলেন মাঝ মাঠের দুই ফুটবলার ইউমখাইবাম জিতেশ্বর সিং এবং সোয়ডেন ফার্নান্দেজ। চলতি আই লিগে এখনও পর্যন্ত সাতটি ম্যাচে খেলা হয়ে গিয়েছে নেরোকার। অপরাজিত রয়েছে দল। সাত ম্যাচে প্রাপ্ত পয়েন্ট তেরো। টিম রয়েছে আই লিগ ক্রম তালিকার চতুর্থ স্থানে।

জানা গিয়েছে যে আই লিগ খেলা এক গোলরক্ষককেও দলে নিতে আগ্রহী লাল হলুদ কর্তারা।

বৃহস্পতিবার জানা গিয়েছিল, গোকুলাম কেরল এফসির ফুটবলার জিথিন এমএস কে ইস্টবেঙ্গল সই করাতে ইচ্ছুক। কথাবার্তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে কেরলের এই ফুটবলারকে লাল হলুদ জার্সিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।