এই আইএসএল মরশুমে যথেষ্ট ভাল পারফরম্যান্স রয়েছে পাঞ্জাব এফসির (Punjab FC)। আইএসএলে নতুন হলেও নজর খারাপ পারফরম্যান্স রয়েছে তাদের। এবারের এই ফুটবল টুর্নামেন্টের প্রথম ছয়ের লড়াইয়ে রয়েছে এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক সকলের কাছে।
একদিকে যখন বছরের পর বছর ফুটবল খেলেও প্রথম ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করতে অসমর্থ রয়েছে ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব অন্যদিকে, ঠিক তেমনভাবে নিজেদের প্রথম মরশুমেই সকলকে চমকে দেওয়ার পথে পাঞ্জাব এফসি। তাই এক্ষেত্রে তাদের দলের বেশকিছু ফুটবলারদের টার্গেট করেছে অন্যান্য ফুটবল ক্লাব গুলি।
যাদের মধ্যে রয়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এবারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বিশেষ করে তাদের নজর পড়েছে ফরাসি তারকা মাদিহ তালালের দিকে। যে খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী এবার এই ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল।
বিশেষ সূত্র মারফত খবর, বছর ছাব্বিশের এই ফুটবলারকে প্রি কনট্রাক্ট করিয়ে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। উল্লেখ্য, এই ইস্টবেঙ্গল দলের পাশাপাশি আরও বেশকিছু ক্লাবের অফার ছিল মাদিহ তালালের কাছে। তবে শেষ পর্যন্ত নাকি কলকাতা ময়দানের প্রস্তাবেই অনেক বেশি আগ্ৰহী তিনি।
যারফলে, নয় ফুটবল মরশুমে লাল-হলুদ জার্সিতে তাকে দেখার সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে মশাল ব্রিগেডের জার্সিতে খেলতে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।