প্রথমার্ধের খেলা শেষ! দিয়ামান্তাকোসের গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

রবিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে দুই প্রধান। যেখানে লড়াই করছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের…

East Bengal Lead Mohun Bagan 1-0 at Half-Time in Durand Cup 2025 Quarter-Final

রবিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে দুই প্রধান। যেখানে লড়াই করছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত একটি গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-হলুদ শিবির। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস দিয়ামান্তাকোস। এই গোল নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের।

উল্লেখ্য, এদিন ম্যাচের প্রথম থেকেই আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে খেলতে দেখা গিয়েছে দলের ফুটবলারদের। ম্যাচের ৩ মিনিটে মিগুয়েলের বাড়ানো পাস থেকে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন এডমুন্ড লালরিন্ডিকা। তবে বল বাঁচাতে শরীর ভাসিয়ে দেন বিশাল কাইথ। তারপর ১০ মিনিটে ডান প্রান্ত হয়ে এডমুন্ড আক্রমণে গেলেও, তাঁকে বাধা দেন টেকচাম অভিষেক সিং। ১১ মিনিটে আনোয়ার কাড়তে গিয়ে সংঘর্ষ হয় সাহালের সঙ্গে। সেখান থেকে ফ্রি কিক পায় মোহনবাগান। তবে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। তারপরেই ম্যাচের ১৫ মিনিটের মাথায় ঘটে বিপত্তি। বাগান ডিফেন্ডার টম অলড্রেডের সঙ্গে সংঘর্ষ হয় হামিদ আহদাদের।

   

তারপর ১৭ মিনিটে পেশিতে টান ধরায় হামিদের বদলে মাঠে নামেন দিমিত্রিয়স। কিন্তু তবুও আক্রমণ থামায়নি ইস্টবেঙ্গল। বক্সের বাইরে মহেশকে কান টেনে ধরে ফাউল করেন অলড্রেড। যদিও রেফারি কোন কার্ড দেখাননি। সেখান থেকে মিগুয়েলের নেওয়া ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের ৩৩ মিনিটে মহেশের থ্রু বলে শট নিয়ে জালে জড়ান দিমিত্রিয়স। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোল। এরপর ৩৬ মিনিটে ঘটে অঘটন।

Advertisements

মাঝমাঠ থেকে বাড়ানো বল বক্সের মধ্যে ধরেন বিপিন। সেই সময় তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে ফাউল করেন আশিস রাই। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে নিখুঁত ভাবে গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রিয়স।প্রথমার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বা দিক থেকে থাপার বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে আপুইয়া দুরন্ত লং শট নিলেও পোস্টের পাস দিয়ে বল যায় বাইরে।