‘ডুরান্ডের বদলা চাই!’ ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ডহারবার এফসির কাছে হারের স্মৃতি এখনও টাটকা লাল-হলুদ সমর্থকদের (East Bengal)। সেই হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ আজ। রবিবার ঘরোয়া লিগের (CFL 2025) চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ফের মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal) বনাম ডায়মন্ডহারবার (Diamond Harbour FC)। তাই লাল-হলুদ সমর্থকরাও মুখিয়ে রয়েছেন আজকের ম্যাচে মশাল জ্বালাতে। খেলা শুরু দুপুর ৩টে থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।
India vs Pakistan : আজ ৩ মহারণ! কখন, কোথায় দেখবেন সুপার সানডের সব খেলা? জেনে নিন
সুপার সিক্সের প্রথম ম্যাচে ইউনাইটেড কলকাতাকে ৩-০ ব্যবধানে হারিয়ে দুরন্ত শুরু করেছে বিনো জর্জের ছেলেরা। পাঁচ ম্যাচে টানা জয়ের পর দলের আত্মবিশ্বাস তুঙ্গে। এই পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে ইস্ট বেঙ্গল, গোল খেয়েছে মাত্র একটি। অপরদিকে, গ্রুপ বি’তে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তোলে ডায়মন্ডহারবার। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তাদের প্রথম ম্যাচে সুরুচি সঙ্ঘকে ৪-০ গোলে হারিয়ে জানান দিয়েছে তারা প্রস্তুত।
তবে এই ম্যাচ শুধুই পয়েন্ট টেবিলের হিসেব নয়, এর সঙ্গে জড়িয়ে আবেগ, সম্মান, প্রতিদ্বন্দ্বিতা। গতবারের ঘরোয়া লিগে ইস্টবেঙ্গল ছিল অপরাজিত, কিন্তু আদালত মামলার জেরে শিরোপা অধরা থেকে যায়। সেই ক্ষোভ আর ডুরান্ড কাপের হার, সব মিলিয়ে রবিবারের ম্যাচকে ঘিরে তপ্ত আবহ।
মাঠে নামার আগে তাই কড়া অনুশীলনে চূড়ান্ত প্রস্তুতি সারলেন লাল-হলুদ ফুটবলাররা। শনিবার ক্লাবের মাঠে ওয়ার্ম আপ, ফান গেম, সিচুয়েশন প্র্যাকটিসে ব্যস্ত ছিলেন ডেভিড-বিষ্ণুরা। কোচ বিনো জর্জ স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘আমরা প্রতিটা ম্যাচকে ফাইনাল মনে করেই নামছি। ছেলেরা মানসিক ও শারীরিকভাবে তৈরি। ডায়মন্ডহারবার ভালো দল ঠিকই, কিন্তু আমরাও নিজেদের ছন্দে রয়েছি। সমর্থকদের বলব, স্টেডিয়াম ভরিয়ে তুলুন।’’
Mohun Bagan Kick Off: মঙ্গলেই এসিএল শুরু বাগানের, রবিবার থেকেই মিলছে অফলাইন টিকিট
সম্ভবত প্রথম একাদশে ফিরছেন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। কার্ড সমস্যা মিটে যাওয়ায় স্বস্তিতে ইস্টবেঙ্গল। রক্ষণে লাকরা ও চাকু মান্ডির জুটি। দুই সাইড ব্যাকে বিক্রম ও জোসেফ। মাঝমাঠে নাসিব ও তন্ময়। আক্রমণে সিঙ্গল স্ট্রাইকার ডেভিডকে সাপোর্ট দেবেন বিষ্ণু, আমন ও সায়ন। জেসিন টিকে অনেকটাই ফিট, পরিস্থিতি বুঝে নামানো হতে পারে তাঁকেও।
অন্যদিকে, ডায়মন্ডহারবারের কোচের মূল ভরসা জবি জাস্টিন। ইস্ট বেঙ্গলের প্রাক্তনী জবিকে দিয়েই পুরনো দলের বিরুদ্ধে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান তিনি। গত ম্যাচে গোল পেয়েছেন, ফলে লাল-হলুদের রক্ষণকে সতর্ক থাকতে হবে।
Asia Cup 2025: আবুধাবিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু শ্রীলঙ্কার
সব মিলিয়ে আজকের ম্যাচ শুধু লিগ পয়েন্ট নয়, অনেক বেশি কিছু। পুরনো হিসেব মেটানোর লড়াই, আত্মসম্মানের ম্যাচ। দুই দলের দুর্দান্ত ফর্ম, আগুন-ঝরা ইতিহাস ও উত্তেজনায় টইটম্বুর পরিস্থিতিতে কিশোর ভারতীতে আজ এক অগ্নিপরীক্ষা।
East Bengal keen to continue their winning momentum against Diamond Harbour FC in CFL