চেনা ছন্দে ফাজিলা, কিকস্টার্টের বিপক্ষে বড় ব্যবধানে এগিয়ে ইস্টবেঙ্গল

east-bengal-women-beat-garhwal-united-iwl-2025-second-win

নির্ধারিত সূচি অনুযায়ী আজ ইন্ডিয়ান ওমেন্স লিগের (IWL) পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল দল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কিকস্টার্ট ফুটবল ক্লাব। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল দল। দলের হয়ে গোল করেছেন যথাক্রমে ফাজিলা ইয়কপুত এবং রেস্টি নানজিরি। প্রথমার্ধের শেষে দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকায় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। এই ধারা বজায় রেখেই দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর পরিকল্পনা থাকবে অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েদের।

আইপিএল থেকে ছাঁটাই মুস্তাফিজুর, ৯.২০ কোটি টাকার ভবিষ্যৎ কী?

   

অন্যান্য দিনের মতো এদিনও যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা যায় মশাল কন্যাদের। যারফলে গোল তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি। প্রথম কোয়ার্টারের শেষেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন উগান্ডার তারকা ফুটবলার ফাজিলা ইয়কপুত। সেই ধাক্কা কাটিয়ে পরবর্তীতে যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গিয়েছিল প্রতিপক্ষ দলকে। তারপর সুযোগ বুঝেই কিকস্টার্টের রক্ষণে হানা দিতে শুরু করেছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। যদিও সেটা বজায় থাকেনি প্রথমার্ধের শেষ পর্যন্ত।

BCCI সঙ্গে আলোচনা নয়, বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য ঝুলছে শাহ পুত্রের হাতে!

অতিরিক্ত সময়ের মধ্যেই দলের ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছিলেন দলের আরেক বিদেশি ফুটবলার রেস্টি নানজিরি। যারফলে ফলাফল গিয়ে দাঁড়ায় ২-০ গোলে। তবে সেখানেই শেষ নয় ইতিমধ্যেই অনেকদূর এগিয়ে গিয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধ। যেখানে আগের তুলনায় অনেকটাই ব্যবধান বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল পেয়েছেন ভারতীয় তারকা সুলঞ্জনা রাউল। এই ম্যাচে জয় আসলে গোকুলাম ম্যাচের আগে অনেকটাই এগিয়ে থাকবে মশাল ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন