গত ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল (East Bengal)। যারফলে সুপার কাপের পর বেশ কিছুটা ফাঁকা সময় ছিল দল গুলির হাতে। এমন পরিস্থিতিতে বন্ধ ছিল লাল-হলুদের অনুশীলন। তবে এই নতুন বছরের পঞ্চম দিন থেকেই ফের প্র্যাকটিস শুরু করেছে ইস্টবেঙ্গল ক্লাব।
পাশাপাশি তার ঠিক কয়েকদিনের মধ্যেই সুখবর আসে দেশের ফুটবলপ্রেমীদের কাছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার ঘোষণা অনুযায়ী আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। যেটা নিঃসন্দেহে বিরাট স্বস্তি দিচ্ছে সকলকে।
কেরালা ম্যাচ দিয়ে আইএসএল শুরু করছে মোহনবাগান ?
বহু বৈঠকের পর আগামী মাস থেকে এই টুর্নামেন্ট শুরু হলেও এবার অনেকটাই বদল এসেছে ফরম্যাটে। এবার সিঙ্গেল লেগের মধ্য দিয়ে পরিচালিত হতে পারে এই সর্বভারতীয় টুর্নামেন্ট। সেক্ষেত্রে অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে মাত্র একটি করে ম্যাচ থাকবে প্রত্যেকের।
যারফলে লড়াই যে আরও অনেকটাই কঠিন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আগামী ১৪ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে সব ঠিকঠাক থাকলে হয়তো হাইভোল্টেজ ডার্বি ম্যাচের মধ্যে দিয়েই শুরু হবে এই টুর্নামেন্ট। এখন অনেকটাই কম।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী আগামী ১৬ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, এক্ষেত্রে লাল-হলুদের প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডকে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
সব ঠিকঠাক থাকলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে গোটা বিষয়টি। বলাবাহুল্য, গতবারের পর এবার ও দুরন্ত ছন্দের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড। আগের বছর মোহনবাগান সুপার জায়ান্টের পর এবার ডায়মন্ড হারবার এফসিকে পরাজিত করে খেতাব জয় করেছে পাহাড়ের এই ক্লাব। দেশের প্রথম ডিভিশন লিগেও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের। অপরদিকে, আইএফএ শিল্ড ও সুপার কাপের ধাক্কা ভুলে সাফল্যের সরণিতে ফিরতে চাইবেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।
