বেঙ্গালুরুর ম‍্যাচের আগে দলের চোট সমস্যা নিয়ে চাপে আছে East Bengal

Joy East Bengal

এবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এই মুহূর্তে পারফরম্যান্সের নিরিখে দেখলে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি, দুই দলের অবস্থা সমান। ইস্টবেঙ্গল কে টপ সিক্সে যেতে হলে এই ম‍্যাচে জিততেই হবে। এরমাঝে সমস্যায় পড়লো ইস্টবেঙ্গল। চোটের জন্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটারের খেলা হবে না এই ম‍্যাচে।

এইমুহুর্তে বেঙ্গালুরুর এফসির পয়েন্ট সংখ্যা ১০, ইস্টবেঙ্গলের ৯। পয়েন্ট টেবিলে পাশাপাশি রয়েছে এই দুই দল।এই ম‍্যাচ দুই দলের কাছেই ‘ডু অর ডাই’এর সমান।নাহলে সেরা ছয়ে থাকার লড়াই থেকে ছিটকে যাবেন তারা। এই ম‍্যাচটা ভীষন গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের জন্যে।

   

এই ম‍্যাচে খেলবেন না এলিয়ান্দ্রো। শোনা যাচ্ছে দেশে ফিরে গেছেন তিনি। ইতিমধ্যে এলিয়ান্দ্রোর পরিবর্তে পাঁচ জন বিদেশি ফুটবলারের নাম বাছাই করে ফেলেছে। এখন দেখার বিষয় কাকে আনে,আর আনলেও খুব বড়ো মাপের ফুটবলার আনতে পারবেনা ইস্টবেঙ্গল।তার কারণ খুব একটা বাজেট নেই ক্লাবের কাছে।

ইস্টবেঙ্গলের মাঝ মাঠের ফুটবলার কিরিয়াকুর চোট এখনও অবধি সেরে ওঠেনি পুরোপুরি। তাই তিনি অনিশ্চিত এই ম‍্যাচে খেলার ব‍্যাপারে।তার খেলার চান্স নেই বললে চলে। এইমুহুর্তে জোর কদমে ট্রিটমেন্ট চলছে তার। সেরে না উঠলে এই মরশুমে কিরিয়াকু কে আর নাও খেলতে দেখা যেতে পারে।
আরেক বিদেশি মিডফিল্ডার আলেক্স লিমার খেলার সম্ভাবনা কম এই ম‍্যাচে।অবশ্য তার চোটাঘাতের সমস্যা নেই, আছে ফিটনেসের সমস্যা।ম‍্যাচ ফিটনেসের অভাব আছে তার।এই তিন বিদেশি ফুটবলারকে বাদ দিয়ে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন