ISL : অংকের বিচারে আইএসএলের প্রথম ছয়ে শেষ করা সম্ভব ইস্টবেঙ্গলের

এই জয়ের পর সকল লাল হলুদ সমর্থকদের প্রশ্ন তাহলে কি আইএসএলের (ISL) প্রথম ছয় স্থানে শেষ করতে পারবে ইস্টবেঙ্গল? একাংশের সমর্থকরা এই বিষয় হাল ছেড়ে দিয়েছেন, খোদ কনস্টানটাইনের কাছেই ইস্টবেঙ্গলের প্রথম ছয় স্থানে শেষ করাটা মিরাকল মনে হচ্ছে।

East Bengal football team celebrating a goal

short-samachar

যুবভারতী ক্রীড়াঙ্গনে শুক্রবার ক্লিটন সিলভার করা একমাত্র গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal )। বর্তমানে লিগ তালিকায় তৃতীয় স্থানে আছে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল হলুদ ব্রিগেড।

   

এই জয়ের পর সকল লাল হলুদ সমর্থকদের প্রশ্ন তাহলে কি আইএসএলের (ISL) প্রথম ছয় স্থানে শেষ করতে পারবে ইস্টবেঙ্গল? একাংশের সমর্থকরা এই বিষয় হাল ছেড়ে দিয়েছেন, খোদ কনস্টানটাইনের কাছেই ইস্টবেঙ্গলের প্রথম ছয় স্থানে শেষ করাটা মিরাকল মনে হচ্ছে।

কিন্তু অঙ্কের বিচারে ইস্টবেঙ্গলের লিগের প্রথম ছয় স্থানের মধ্যে শেষ করাটা এখনো সম্ভব। এখনও যদি ইস্টবেঙ্গল আইএসএলের বাকি থাকা প্রতিটা ম‍্যাচ জেতে তাহলে লিগের প্রথম ছয়ের মধ্যে স্থান থাকাটা সম্ভব।তবে এক্ষেত্রে লাল হলুদের বেঙ্গালুরু , ওড়িশা এবং চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম‍্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে‌। কারণ বেঙ্গালুরু এফসিকে তাদের বাকি থাকা চারটি ম‍্যাচে হারতেই হবে। ওড়িশা এফসিকে তাদের পাঁচটি ম‍্যাচের মধ্যে তিনটিতে হারতে হবে এবং চেন্নাইয়ান এফসিকে হারতে হবে দুটো ম‍্যাচে।তাহলেই প্লে অফে খেলার সুযোগ পাবে ইস্টবেঙ্গল।

এই মুহূর্তে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে ছয় ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আছে ওড়িশা এফসি। সাত নম্বরে বেঙ্গালুরু এফসি আছে ১৬ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে এবং আট নম্বরে ১৬ ম‍্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে ওড়িশা এফসি। আর তাদের নীচে আছে ইস্টবেঙ্গল ১৬ ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ফলে অংকের বিচারে এখনও ইস্টবেঙ্গলের শেষ ছয়ে শেষ করা সম্ভব।