East Bengal : বিশ্বকাপে খেলা আরও এক ফুটবলারকে দলে নিতে আগ্রহী ক্লাব

একের পর এক চমক। বিশ্বকাপে খেলা আরও এক ফুটবলারকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল (East Bengal)। দুই পক্ষের মধ্যে কথাবার্তা ইতিবাচক বলে জানা যাচ্ছে। রবিবারের খবর, অনূর্ধ্ব…

East Bengal : বিশ্বকাপে খেলা আরও এক ফুটবলারকে দলে নিতে আগ্রহী ক্লাব

একের পর এক চমক। বিশ্বকাপে খেলা আরও এক ফুটবলারকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল (East Bengal)। দুই পক্ষের মধ্যে কথাবার্তা ইতিবাচক বলে জানা যাচ্ছে।

রবিবারের খবর, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা জিতেন্দ্র সিং এর সঙ্গে আলোচনা শুরু করেছে ইস্টবেঙ্গল। কথাবার্তা আপাতত ভালই এগিয়েছে। জিতেন্দ্র ডিফেন্সের পাশাপাশি মাঝমাঠে খেলতে পারেন। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকায় তাঁকে খেলানো যেতে পারে।

আরও পড়ুন: East Bengal : লাল-হলুদ আকাশে রবি উদয়, ক্লাবের পথে একাধিক ফুটবলার

Advertisements

শনিবার রাতেও মিলেছিল চমকপ্রদ খবর। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা মহম্মদ রকিপ দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। রকিপ মণিপুরের ফুটবলার। মূলত খেলেন রক্ষণভাগে। তাঁকে দুই বছরের চুক্তিতে দলে নিতে চাইছেন লাল হলুদ কর্তারা, এমনটাই মনে করছেন ময়দানের একাংশ।

কম বয়সেই ফুটবল অনুরাগীদের নজর কেড়েছেন মহম্মদ রকিপ। ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে বেশ কিছু ম্যাচ খেলেছেন বছর একুশের এই ডিফেন্ডার।