East Bengal : বাগানের প্রণয় হালদার ইস্টবেঙ্গলে?

pronay Halder

এটিকে মোহন বাগানের আরও এক ফুটবলারকে পছন্দ ইস্টবেঙ্গলের। তাঁকে দলে নিয়ে আসার চেষ্টা চালানো হতে পারে বলে খবর। কোচ স্টিফেন কনস্টানটাইন নিজেও তাঁকে দলে চাইছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: East Bengal : লাল-হলুদ জার্সিতে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড!

   

প্রণয় হালদারকে নিয়ে দল বদলের বাজারে আগেও আলোচনা চলেছে। বিনিয়োগকারী কোম্পানি ইমামির সঙ্গে কথা পাকা হওয়ার পর ঝড়ের গতিতে কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল। এক ধাক্কায় একাধিক খেলোয়াড়কে সই করানোর কথা জানানো হয়েছিল। আরও একাধিক তারকার সঙ্গে কথা চলছে।

আরও পড়ুন: Stephen Constantine : ফুটবলারদের বকাঝকা করছেন স্টিফেন

ইস্টবেঙ্গল মাঝমাঠে ভালো মানের, অভিজ্ঞ একজনকে দলে নিতে চাইছে। প্রণয় হালদারের নাম ক্লাবের পছন্দের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বাগানে ইতিমধ্যে ফিরে এসেছেন প্রণয়।

আরও পড়ুন: East Bengal : শেষে হেনরিকে নেওয়া হচ্ছিল দলে!

গত মরসুমে লোনে ইন্ডিয়ান সুপার লিগের অন্য দলে খেলেছিলেন প্রণয়। চুক্তি অনুযায়ী তিনি ফের এটিকে মোহন বাগানে ফিরে এসেছেন। বাগান আদৌ তাঁকে ছাড়বে কি না সেটাই প্রশ্ন। কারণ সবুজ মেরুন স্কোয়াডে ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার সেই অর্থে নেই। শেখ সাহিল ছিলেন। তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন