আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গঠন করতে চাইছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। রক্ষণে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে ইভান গঞ্জালেজকে । মাঝমাঠেও এক বিদেশি ফুটবলারকে লাল হলুদ কর্তারা দলে নিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে।
ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে এক ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে নিতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাবের কর্তারা। শোনা যাচ্ছে অ্যালেক্স লিমার নাম। ব্রাজিলের এই ফুটবলারের ক্লাব ফুটবলের বায়োডাটা বেশ চোখে পড়ার মতো।
আরও পড়ুন: Sports News : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবে কোচ হতে পারেন কিবু ভিকুনা
ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন জামশেদপুর এফসির হয়ে। সুনামের সঙ্গেই খেলেছেন তিনি। ক্লাবে এসেছে সাফল্য।
অ্যালেক্স যেমন মাঝমাঠে খেলা তৈরি করতে পারেন, তেমনই আক্রমণ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখতে দক্ষ। বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে। জামশেদপুরের হয়েও করেছেন গোল।