রয় কৃষ্ণার সঙ্গে আলোচনায় ইস্টবেঙ্গল, আসছেন কলকাতায়?

এটিকে থেকে শুরু করে পরবর্তীতে এটিকে মোহনবাগান হোক কিংবা গত মরশুমের বেঙ্গালুরু এফসি । প্রতিটি ক্ষেত্রেই নিজের জাত চিনিয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে ও দারুন ভূমিকা থেকেছে ফিজির এই ম্যাজিশিয়ানের। শেষ মরশুমে আইএসএল ফাইনালে ও গোল এসেছিল তার হেড থেকে। যদিও শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকার রাউন্ডেই পরাজিত হতে হয়েছিল সুনীল ছেত্রীদের।

   

তবে এই মরশুমের শুরুর আগেই শোনা গিয়েছিল ভারত ছেড়ে নিজের দেশে ফিরে যেতে চলেছেন এই ফুটবলার। তবে শেষ পর্যন্ত সার্জিও লোবেরার ওডিশা এফসিতে যোগদান করেন রয়। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল দলবদলের বাজারে।

তবে ওডিশা এফসির জার্সিতে প্রথমদিকে খুব একটা সফল না থাকলেও পরবর্তীতে অর্থাৎ সময় এগোনোর সঙ্গে সঙ্গে দিয়াগো মরিসিওর সঙ্গে অসামান্য যুগলবন্দী তৈরি হয় এই বিদেশি ফুটবলারের। যার দরুন একের পর এক ম্যাচে সহজ জয় তুলে নিতে থাকে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। নিজেদের পুরোনো ধারা বজায় রেখে এবছর ঘরের মাঠে কলিঙ্গ সুপার কাপ জেতার লক্ষ্য থাকলেও তা আদতে বাস্তবায়িত হয়নি।

পরাজিত হতে হয়েছে ময়দানের অন্যতম প্রধান দল ইমামি ইস্টবেঙ্গলের কাছে। যা নিয়ে প্রবল হতাশা ছিল সমর্থকদের মধ্যে। তবে আইএসএলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেখানে ও খুব একটা সুবিধা করতে পারেনি লোবেরার ছেলেরা। শেষ পর্যন্ত মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় তাদের।‌

কিন্তু মরশুম শেষ হতেই জানা যায় রয় কৃষ্ণার দল ছাড়ার কথা। এক্ষেত্রে ওডিশা ছেড়ে মূলত কলকাতায় ফেরার জন্য আগ্ৰহ প্রকাশ করেন ফিজির এই দাপুটে ফুটবলার। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে উঠে আসে ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডান স্পোর্টিং ক্লাবের কথা। তবে একটা সময় এই ফুটবলারকে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যায় মশাল ব্রিগেড। তবে পরবর্তীতে সেই সম্পর্কে উঠে আসেনি কোনো তথ্য। কিন্তু এবার এক জনপ্রিয় মাধ্যম সূত্রে খবর, নতুন সিজনের কথা মাথায় রেখে রয় কৃষ্ণার সঙ্গে আবারো নাকি যোগাযোগ শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট। কথাবার্তা ও নাকি অনেকটাই ইতিবাচক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন