দলের এই প্রাক্তন ফুটবলারের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করল ইস্টবেঙ্গল

এবারের এই ফুটবল সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। আপফ্রন্টের পাশাপাশি রক্ষণভাগে ও বিশেষ নজর দিয়েছিল ম্যানেজমেন্ট।…

India vs Maldives: 'I Think Maldives Will Be a Good Test,' India Defender Rahul Bheke

এবারের এই ফুটবল সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। আপফ্রন্টের পাশাপাশি রক্ষণভাগে ও বিশেষ নজর দিয়েছিল ম্যানেজমেন্ট। সেইমতো বেশ কয়েকজন ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর ছিল ময়দানের এই প্রধানের। যার মধ্যে কেবলমাত্র জয় গুপ্তাকেই এখন ও পর্যন্ত দলে টানতে সক্ষম থেকেছে মশাল ব্রিগেড। আগামী বছর পর্যন্ত এই ফুটবলারের সঙ্গে এফসি গোয়ার চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে পেরেছে লাল-হলুদ শিবির। ক্লাবের অফিসিয়াল ঘোষণার আগেই সেইকথা স্পষ্ট করে দিয়েছিল এফসি গোয়া।

এবারের ডুরান্ড কাপে তাঁকে খেলানো না হলেও আসন্ন সুপার কাপে জয় গুপ্তার উপর ব্যাপক প্রত্যাশা থাকবে সকলের। কিন্তু সেখানেই শেষ নয়। সুপার কাপের পাশাপাশি দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল শুরু করার আগে দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করে তুলতে এবার আরও এক ভারতীয় ডিফেন্ডারকে চূড়ান্ত করতে চাইছে ম্যানেজমেন্ট। নজরে থাকা টেকচাম অভিষেক সিং এবং মেহেতাব সিং ইতিমধ্যেই যোগদান করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টে। সেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। তাছাড়াও ভালপুইয়ার মতো একাধিক ফুটবলারদের পছন্দ ছিল ইস্টবেঙ্গলের।

   

Also Read | ইস্টবেঙ্গলে জাপানি ঝলক, দিমির জায়গায় এলেন হিরোশি ইবুসুকি

Advertisements

তবে অতিরিক্ত ট্রান্সফার ফি দাবি করায় মুম্বাই সিটি এফসির সেই ফুটবলারের সাথে কথাবার্তা বন্ধ করেছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে বেঙ্গালুরু এফসির তারকা রাইট ব্যাক রাহুল ভেকের সঙ্গে আলোচনা শুরু করে ময়দানের এই প্রধান। সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, রাহুল ভেকেকে এবার দলে টানার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে অস্কার ব্রুজোর লাল-হলুদ ব্রিগেড। কথাবার্তা ও নাকি এগিয়েছে বেশকিছু দূর। যারফলে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তির খসড়া পাঠানো হতে পারে তাঁকে।

যারফলে এই নয়া মরসুমের মাঝামাঝি সময় তাঁর পুরনো দলে ফেরার সম্ভাবনা এক কথায় অনেকটাই বেড়ে গেল এবার। একটা সময় লাল-হলুদ জার্সিতে অনবদ্য ফুটবল খেলেছেন এই ভারতীয় ফুটবলার। তিনি ফিরে আসলে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকলের।