ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গল এফসির (East Bengal) কাছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির কাছে অপ্রত্যাশিত হারের পর জামশেদপুর এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়েছে লাল হলুদ শিবির।
লিগে ৮ ম্যাচ খেলে ৫ টাতেই হেরেছে ইস্টবেঙ্গল, জিতেছে তিন ম্যাচ।প্রথমার্ধে টিম ছন্দে থাকলে খেলার দ্বিতীয়ার্ধে ছন্দপতন ৫ ম্যাচ হারের বড় কারণ।ইস্টবেঙ্গল খেলোয়াড়দের পুরো ৯০ মিনিট বিপক্ষের বিরুদ্ধে পারফর্ম করার মানসিকতা নিয়ে লাল হলুদ ভক্তরা, এমনকি খোদ কোচ স্টিফেন কনস্টাটাইনের মুখেও উষ্মা ধরা পড়েছে।
চলতি মাসের ৯ তারিখ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলার আগে টিম ইস্টবেঙ্গল প্র্যাকট্রিসের ঘাম ঝাড়ালেও শক্তিশালী মানলো মার্কেজের টিমের বিরুদ্ধে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারবে তা নিয়ে জোর চর্চ্চা ভক্তদের মধ্যে।
Next stop Hyderabad. Gearing up for the battle against the Nizams! ⚔️#JoyEastBengal #EastBengalFC #আমাগোমশাল #HFCEBFC #HeroISL #IndianFootball pic.twitter.com/nW5jN7nFau
— East Bengal FC (@eastbengal_fc) December 4, 2022
জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন,’দু-একজন ভাল খেললেই দল জেতে না।-একজন ফুটবলার দলকে জেতাতে পারে না’। অর্থাৎ টিমগেম নির্ভর ফুটবল খেলেই ‘মেন অফ স্টিল’দের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া হাওকিপদের হেডস্যার কনস্টাটাইন জয়ের মুখ দেখলেও তা নিয়ে খুব একটা উচ্ছ্বাসের আতিশয্যে গা ভাসাতে রাজি নয়।উন্নতির আরও জায়গা আছে টিমে,যা প্রতিপক্ষ টিমকে বিরুদ্ধে কঠিন লড়াইর মুখে দাড় করাতে পারে।এই লক্ষ্যে কোনও আপোষে যেতে রাজি নয় লাল হলুদ শিবিরের বৃটিশ কোচ।এইকারণে নিজামর্সদের বিরুদ্ধে মাঠে নামার আগে হাতে থাকা সময়ে দুটো উইং আর মাঝমাঠ থেকে খেলা তুলে আনার এবং দলের ডিফেন্স নিয়ে চুলচেরা বিশ্লেষণের মধ্যে টিমকে একসূত্রে গাঁথতে তৎপর কোচ স্টিফেন কনস্টাটাইন।