সবুজ-মেরুন টিফোর পাল্টা জবাব এবার ইস্টবেঙ্গলের সোশ্যাল সাইটে

কলকাতা ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan)। হাইভোল্টেজ ডার্বি ম্যাচ থেকে শুরু করে অন্যান্য সাধারণ ম্যাচ। প্রত্যেক…

East Bengal Hits Back at Mohun Bagan's Tifo with Social Media Troll

কলকাতা ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan)। হাইভোল্টেজ ডার্বি ম্যাচ থেকে শুরু করে অন্যান্য সাধারণ ম্যাচ। প্রত্যেক ক্ষেত্রেই নানা সময় উভয় দলের সমর্থকদের গ্যালারিতে দেখা যায় হরেক রকম টিফো। যেখানে একে অপরকে খোঁচা দিয়ে নানা বিষয় ট্রোল করার পাশাপাশি বিভিন্ন বার্তাও উঠে আসে ব্যাপকভাবে। সহজেই যেগুলি দৃষ্টি আকর্ষণ করে ফুটবলপ্রেমী মানুষদের। গত রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেখানে ও তাঁর অন্যথা হয়নি।

যেখানে প্রথম থেকেই সকলের নজর কেড়েছিল সবুজ-মেরুন গ্যালারি। বাংলা ভাষার পাশে থাকার প্রতিপক্ষ দলকে খোঁচা দিয়ে তাঁদের একের পর এক টিফো নিঃসন্দেহে মন জয় করেছিল বাগান সমর্থকদের। তাঁর মধ্যেই একটি টিফোতে দেখা গিয়েছিল লাল-হলুদ পোশাক পড়া এক ক্যারেক্টার আইলিগের পাশাপাশি আইএসএলের লিগ কাপ, লিগ শিল্ড এবং ডুরান্ড কাপ ছোঁয়ার চেষ্টা করলেও তাঁকে আটকে রেখেছে সবুজ-মেরুন ক্যারেক্টার। উল্লেখ্য, গত কয়েক বছর আগেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান দল।

   

এক কথায় যা বিরাট বড় সাফল্য ছিল মোহনবাগানের। এমনটা গত সিজনে একের পর এক শক্তিশালী ফুটবল দলকে টেক্কা দিয়ে আইএসএল লিগ কাপ ও লিগ শিল্ড এসেছে তাঁদের ঘরে। সেই ইতিহাস মাথায় রেখেই বাগান সমর্থকদের তরফে নামানো হয়েছিল এমন টিফো। তবে ডার্বির ফলাফল বদল হতেই নিমেষে সেই নিয়ে ট্রোল করতে শুরু করে লাল-হলুদ সমর্থকরা। কিন্তু তবুও ডার্বি ম্যাচের পরেরদিন নিজেদের সোশ্যাল সাইট থেকে সবুজ-মেরুন গ্যালারির সেই টিফোর ছবি নিজেদের সোশ্যাল সাইটে আপলোড করে মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisements

কিছু ঘন্টার মধ্যেই তাঁর পাল্টা দেয় মশাল ব্রিগেড। এবার নিজেদের ইন্সটাগ্রামে সেই টিফোর পাল্টা ছবি আপলোড করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে দেখা যায় যে ডু্রান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলার পরিকল্পনা থাকলেও সেখানে বাঁধা হয়ে দাঁড়ায় ইস্টবেঙ্গল দল। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকল লাল-হলুদ সমর্থকদের।