কার্লোস জেমিনেজের পাশে দাঁড়ালেন লাল-হলুদের হেড কোচ, কী বলছেন?

নতুন মরসুমের শুরুটা খুব একটা সুখকর হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে। গত মরসুমে ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও এবার বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।…

East Bengal Fitness Coach Carlos Jimenez Sanchez

নতুন মরসুমের শুরুটা খুব একটা সুখকর হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে। গত মরসুমে ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও এবার বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। পরাজিত হতে হয়েছিল আইলিগের ক্লাব শিলংয়ের কাছে। যা হতাশ করেছিল সকলকে। সেই হতাশা কাটিয়ে ইন্ডিয়ান সুপার লিগে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। প্রথম ম্যাচেই বেঙ্গালুরু এফসি’র কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।

   

আরও পড়ুন: ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জয় ছিনিয়ে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব 

এক্ষেত্রে বারংবার প্রশ্নের মুখে উঠেছে খেলোয়াড়দের ফিটনেস। মরসুম শুরুর আগে থেকে দল নিয়ে শহরে প্রি-সিজন করলেও লাভের লাভ কিছুই হয়নি। বরং সময় যত এগিয়েছে ততই চোটের কবলে পড়তে হয়েছে ফুটবলারদের। বর্তমানে চোট সারিয়ে মাঠে ফিরতে মরিয়া‌ প্রভাত লাকরা এবং নিশু কুমার। তবে এখানেই শেষ নয়, প্রায় দিন অনুশীলন করতে গিয়ে চোট পেতে হচ্ছে নন্দকুমার সেকার থেকে শুরু করে দিমিত্রিওস ডায়মান্তাকস সহ জিকসন সিংয়ের মত ফুটবলারদের। এছাড়াও মরসুম শুরু থেকেই সমর্থকদের চিন্তার কারণ হয়ে উঠছেন সাউল ক্রেসপো।

আরও পড়ুন: শুরুতেই হারের আশঙ্কা! চোট সমস্যায় এই প্লেয়ারকে ছাড়াই আজ মাঠে নামছে মহামেডান

যারফলে সকলের নজর গিয়ে পড়েছে দলের ফিটনেস কোচ কার্লোস জিমেনেজ সানচেজের (Carlos Jimenez Sanchez) দিকে। শেষ মরসুমে থাইল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাবের দায়িত্ব ছিলেন তিনি। এছাড়াও ইউরোপের একাধিক ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা দেখেই তাঁকে দলের দায়িত্ব দিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু মরসুম শুরু হতেই খেলোয়ারদের ফিটনেস নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন চিহ্ন। সেই নিয়েই এবার এই স্প্যানিশ কোচের পাশে এসে দাঁড়ালেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

আরও পড়ুন: জল্পনার অবসান!’চোট’ নিয়ে বিতর্কের মাঝেই অবসর ঘোষণা সাকিবের

এফসি গোয়া ম্যাচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে তিনি বলেন, ” আমি মনে করি কার্লোস সানচেজ যথেষ্ট পেশাদার। তিনি দলের জন্য দুর্দান্ত কাজ করে চলেছেন। তবে ম্যাচের দিকে তাকালে বোঝা যায় আমরা যে ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছি তা প্রস্তুতির বিষয়ে নয়। অথবা আমরা প্রস্তুতি নিতে গিয়ে এমন পরিস্থিতি হয়নি। তবে অনেক কিছুই ঘটতে পারে। যখন সবাই একসাথে কাজ করে। একদিন একরকম ঘটনা ঘটলে অন্যদিন অন্যরকম। তবে দলের ছেলেরা ফিট হচ্ছে। সকলেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছে।”