Sunday, December 7, 2025
HomeSports NewsEast Bengal: হীরা মন্ডলের পজিশনে এক ফুটবলারকে নিতে পারে লাল-হলুদ

East Bengal: হীরা মন্ডলের পজিশনে এক ফুটবলারকে নিতে পারে লাল-হলুদ

- Advertisement -

হীরা মন্ডল যে পজিশনে খেলতে পছন্দ করেন, সেই পজিশনেই এক ফুটবলার নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার বিকেল থেকে দেখা দিয়েছে এই সম্ভাবনা। ইন্ডিয়ান সুপার লিগ খেলা এক ফুটবলারের প্রতি লাল হলুদ কর্তাদের আগ্রহ রয়েছে বলে মনে করা হচ্ছে।

আলোচনায় উঠে এসেছে জারি লালরিনজুয়ালার নাম। মিজোরামের ২৩ বছর বয়সী ফুটবলার মূলত লেফট ব্যাকের ফুটবলার। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগের বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরিসংখ্যান অনুযায়ী, জারি চেন্নাইয়ানের হয়ে ইতিমধ্যে খেলেছেন ৯৪টি ম্যাচ। একটি গোল করছেন তিনি। এছাড়াও ডিএসকে শিবাজিয়ানসের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে।

   

জেরির মতো হীরা মন্ডল-ও লেফট ব্যাকের খেলোয়াড়। সদ্য শেষ হওয়া আইএসএলে ফুটবল প্রেমীদের চমকে দিয়েছিলেন তিনি। লাল হলুদ সমর্থকদের কাছে হীরা এখন নয়নের মণি। এখনও পর্যন্ত যা আপডেট – জারি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular