প্রতীক্ষার অবসান। ইস্টবেঙ্গলকে (East Bengal) স্পোর্টিং রাইট ফিরিয়ে দিল শ্রী সিমেন্ট (Shree Cement)। মঙ্গলবার সন্ধ্যায় মিলেছে এই খবর।
কিছু দিন আগে এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে শ্রী সিমেন্টের তরফে জানানো হয়েছিল যে ইস্টবেঙ্গলের প্রতি তাদের এখনও আগ্রহ রয়েছে। লাল হলুদ কর্তা দেবব্রত সরকার অন্য এক সাক্ষাৎকারে বলেছিলেন শ্রী সিমেন্ট কর্তারা সজ্জন। অর্থাৎ কথা এগোনোর জন্য দুই পক্ষই আলোচনার জায়গা খোলা রেখেছে। এখন থেকেই নতুন করে শুরু হয়েছিল জল্পনা। প্রশ্ন উঠেছিল, তাহলে কি আরও দীর্ঘ হতে চলছে শ্রী সিমেন্ট অধ্যায়?
এরপর অন্য এক সাক্ষাৎকারে সিমেন্ট কোম্পানির তরফে বলা হয়েছিল লাল হলুদে বিনিয়োগ করার তাদের আর ইচ্ছা নেই। এরপর কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল বিচ্ছেদ।
সামনের মরশুমের জন্য দল তৈরি করছেন ক্লাব কর্তারা। সেখানে ঘুরেফিরে চলে আসছিল স্পোর্টিং রাইট বাধা। সেই সমস্যা আর রইল না।