চেন্নাইয়িন ম্যাচের আগে চনমনে লাল-হলুদ, চুটিয়ে অনুশীলন ক্রেসপোর

দিন কয়েক আগেই ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নিজেদের ঘরের মাঠে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে। আইএসএলের অন্যতম শক্তিশালী…

East Bengal Gears Up for Chennaiyin Clash with Renewed Confidence and Intense Practice

দিন কয়েক আগেই ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নিজেদের ঘরের মাঠে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে। আইএসএলের অন্যতম শক্তিশালী দলকে পরাজিত করায় বর্তমানে যথেষ্ট আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড। এবার সেই ছন্দ বজায় রাখাই অন্যতম লক্ষ্য দলের হেড কোচ অস্কার ব্রুজনের (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ই ডিসেম্বর ইন্দোর স্টেডিয়ামে শক্তিশালী চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে ময়দানের এই প্রধান। সেখান থেকে ও তিন পয়েন্ট নিশ্চিত করতে চান এই স্প্যানিশ কোচ।

Also Read |  চেন্নাই ম্যাচের একদিন আগে নতুন বিপদ লাল-হলুদ শিবিরে

   

বলাবাহুল্য, এবারের এই আইএসএলের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথেই ছন্দে ফিরছে মশাল ব্রিগেড। বর্তমানে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য দলের ফুটবলারদের। এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে চেন্নাইয়িন ম্যাচ। আসন্ন এই অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই টপ সিক্সে উঠে আসার রাস্তা আরও জোড়ালো হয়ে উঠবে লাল-হলুদের কাছে। সেইমতো গত কয়েকদিন ধরে গোটা দলকে অনুশীলন করাচ্ছেন অস্কার।

Also Read | Souvik Chakrabarti : ওপার বাংলা নিয়ে ‘বিস্ফোরক’ লাল-হলুদের সৌভিক, কী লিখলেন দেখুন 

খবর অনুযায়ী শুক্রবার সকালেই চেন্নাই রওনা দেবে ইস্টবেঙ্গল ফুটবল দল। তাঁর আগে বৃহস্পতিবার শহরের বুকে শেষ মুহূর্তে অনুশীলন সারলেন দলের ফুটবলাররা। যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে অধিকাংশ খেলোয়াড়দের। জিকসন সিং থেকে শুরু করে আনোয়ার আলি। চুটিয়ে অনুশীলন করলেন সকলেই। শেষ কয়েকদিন ধরে স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও এবার মিটে গিয়েছে সেই সমস্যা। চোট কাটিয়ে এখন সম্পূর্ণ ফিট এই তারকা ফুটবলার।

Also Read |  Mohunbagan SG : নতুন শিরোপা মোহনবাগানের, নাম উঠল বার্সেলোনার পাশে

বৃহস্পতিবার দলের সঙ্গেও চুটিয়ে অনুশীলন করতে দেখা যায় সাউল ক্রেসপোকে। তবে হেক্টর ইউস্তেকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করলেও যথেষ্ট ফিট থাকতে দেখা যায় দলের বাকি ফুটবলারদের। এদিন মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি সেটপিসের দিকেই বাড়তি নজর দেন লাল-হলুদের হেডস্যার। বলতে গেলে আসন্ন চেন্নাইয়িন ম্যাচে সেটপিসকেই হয়তো প্রধান হাতিয়ার করে এগোতে চাইছেন তিনি। এছাড়াও সিচুয়েশন প্র্যাকটিস ও করতে দেখা যায় দলের ফুটবলারদের। নর্থইস্ট ম্যাচের মত এই ম্যাচ থেকে সম্পূর্ণ পয়েন্ট সংগ্রহ করাই প্রধান লক্ষ্য ময়দানের এই প্রধানের।