লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কারা পাচ্ছেন পুরষ্কার?

East Bengal Foundation Day: আগামী পয়লা আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। যে দিনের অপেক্ষায় থাকে আপামর লাল-হলুদ জনতা। যুগের পর যুগ ধরে বাংলা তথা ভারতীয় ফুটবলের…

East Bengal Foundation Day

East Bengal Foundation Day: আগামী পয়লা আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। যে দিনের অপেক্ষায় থাকে আপামর লাল-হলুদ জনতা। যুগের পর যুগ ধরে বাংলা তথা ভারতীয় ফুটবলের অগ্ৰগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে ময়দানের এই প্রধানের। এবার ১০৫ তম প্রতিষ্ঠা বর্ষে পদার্পণ করতে চলেছে ময়দানের এই প্রধান। যা নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ক্লাবের অন্দরে।

গত রবিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশ করা হয় প্রতিষ্ঠা দিবসের গোটা অনুষ্ঠান সূচি। সেই অনুযায়ী সকাল সাড়ে এগারোটায় ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতাদের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। তারপর সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের সেরা ব্যক্তিবর্গদের সম্মানিত করা‌ হবে ক্লাবের তরফে।

   

যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এমনকি দলের সকল ফুটবলারদের ও দেখা যাবে অনুষ্ঠানে। কিন্তু কাদের সম্মানিত করা হবে এবারের প্রতিষ্ঠা দিবসে ? কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত হবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এছাড়াও ডাঃ রমেশ চন্দ্র সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি’ সম্মানে সম্মানিত হবেন প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জী।

সেইসাথে ব্যোমকেশ বোস ‘জীবনকৃতি’ সম্মানে সম্মানিত হবেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জী। অজয় বসু ও পুষ্পেন সরকার মেমোরিয়ালে ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত হবেন রাজদীপ সরদেশাই এবং সরোজ চক্রবর্তী। পঙ্কজ গুপ্ত ও প্রতুল চক্রবর্তী মেমোরিয়ালে ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হবে সুকৃতি কুমার দত্ত এবং জয়ন্ত ব্যানার্জীকে।

পাশাপাশি বনোয়ারীলাল মেমোরিয়ালে ‘বর্ষসেরা ফুটবলার’ হিসেবে সম্মানিত হতে চলেছেন নন্দকুমার সেকার। জীবন চক্রবর্তী মেমোরিয়ালে ‘সেরা উদিয়মান খেলোয়াড়’ হিসেবে সম্মানিত হবেন গোলরক্ষক প্রভসুখান সিং গিল। গোপাল বসু মেমোরিয়ালে ‘বর্ষসেরা ক্রিকেটার’ হিসেবে সম্মানিত হবেন সাত্যকি দত্ত। এছাড়াও ‘পিকে ব্যানার্জী‌’ সম্মানে সম্মানিত হতে চলেছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।

কিন্তু সেখানেই শেষ নয়। এই বছর ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত হচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ সামি। ‘মেকার অফ এ চ্যাম্পিয়ন’ হিসেবে সম্মানিত হচ্ছেন ইমরান আজিজ মির্জা। এবং স্বপন বল মেমোরিয়ালে ‘সেরা সমর্থক’ হিসেবে পুরস্কার পেতে চলেছেন মুকুল গাঙ্গুলি এবং গনেশ দাস।