অনুশীলনে অনুপস্থিত থাকলেন লাল-হলুদের এই দাপুটে ফরোয়ার্ড

গত মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস। শেষ…

group of East Bengal football players

গত মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। উল্লেখ্য, ডুরান্ড কাপ কিংবা আইএসএলে দলের আহামরি পারফরম্যান্স না থাকলেও আন্তর্জাতিক টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে পারো এফসির বিপক্ষে জয় না আসলেও বসুন্ধরা দলকে হারাতে খুব একটা সমস্যা হয়নি লাল-হলুদের।

Also Read | টানা তিন ম্যাচ জিতে কী বলছেন বাগান অধিনায়ক?

   

যারফলে এখনও পর্যন্ত নক আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রয়েছে মশাল ব্রিগেডের। আগামী মাসের প্রথম দিন চ্যালেঞ্জ লিগের তৃতীয় ম্যাচ খেলতে লাল-হলুদ ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এফসি‌। এদেরকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ও বলা চলে। তাঁদের হারাতে পারা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন লাল-হলুদের নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজন‌‌‌। তাই বসুন্ধরা ম্যাচের পরের দিন থেকেই দল নিয়ে প্রস্তুতি শুরু করে দেন তিনি।

Dimitrios Diamantakos

Also Read | বসুন্ধরা বধের পর লক্ষ্য নেজমেহ এসসি, নতুন অঙ্ক অস্কারের!

বিন্দু মাত্র সময় নষ্ট না করে গত দুই ম্যাচে নেজমেহ এফসির ভিডিও সহ সমস্ত কিছু খতিয়ে দেখেন অস্কার ব্রুজন‌‌‌। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সমস্ত কিছুই তুলে ধরেন দলের ফুটবলারদের সামনে। যেভাবেই হোক নেজমেহ এফসির বিপক্ষে জয় পেতে চাইছেন অস্কার। তবে সেদিন দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি দুই তারকা ফুটবলারকে। যাদের মধ্যে একজন ছিলেন হেক্টর ইউস্তে অন্যজন দিমিত্রিওস ডায়মান্তাকস। উল্লেখ্য, গত বসুন্ধরা ম্যাচের মাঝামাঝি সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে। চোটের গভীরতা বুঝতে ‘এমআরআই’ করতে পাঠানো হয় এই তারকাকে।

Also Read | লেবাননের এই দাপুটে মিডফিল্ডার চিন্তায় রাখবে লাল-হলুদকে

পাশাপাশি উপস্থিত ছিলেন না গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। বলাবাহুল্য, গত দুইটি ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেছেন গত আইএসএলের এই গোল্ডেন বুট জয়ী। কিন্তু বুধবার অপশনাল সেশন থাকায় বিশ্রাম নেন দিমিত্রিওস। বর্তমানে আগামী ম্যাচের দিকেই নজর রয়েছে এই বিদেশি ফরোয়ার্ডের।