আসন্ন কলকাতা লিগের (CFL 2025) প্রিমিয়ার ডিভিশনে কালীঘাট মিলন সংঘের (Kalighat Milan Sangha) হয়ে মাঠে নামতে চলেছেন লাল-হলুদ (East Bengal) জার্সিতে খেলা অভিজ্ঞ ফরোয়ার্ড বিবেক সিং (Vivek Singh)। ২৯ বছর বয়সী এই ফুটবলারের নাম বাংলার ফুটবল মহলে নতুন নয়। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। শেষবার তিনি সাদার্ন সমিতির হয়ে কলকাতা লিগে অংশ নিয়েছিলেন। এবার কালীঘাট মিলন সংঘে যোগ দিয়ে নতুনভাবে নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।
শেষ ভরসা মুখ্যমন্ত্রী! মরসুমের শুরুতেই পুরনো সমস্যায় জেরবার মহামেডান
শিল্পনগরী দুর্গাপুরে জন্ম নেওয়া বিবেক সিং নিজস্ব ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ছোট ক্লাবগুলিতে খেলার মধ্য দিয়ে। ধীরে ধীরে নিজের প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে জায়গা করে নেন বড় ক্লাবগুলির দৃষ্টি আকর্ষণে। কোল ইন্ডিয়া, এরিয়ান, তরুণ সংঘ, খিদিরপুর এসসি-র মতো ক্লাব ছাড়াও তিনি খেলে ফেলেছেন নামী ক্লাব ইস্টবেঙ্গলে। যদিও লাল-হলুদ জার্সিতে তাঁর সময়কাল খুব দীর্ঘ ছিল না, তবুও সেখান থেকে নেরোকা এফসিতে যাওয়ার সুযোগ আসে তার জীবনে। নেরোকার হয়ে আই লিগ খেলা, বিবেকের কেরিয়ারে এক বড় মাইলফলক হিসেবে ধরা যায়।
ইংল্যান্ড সফরেই ইতি আইপিএল ২০২৫? আশার আলো দেখছে ক্রিকেটপ্রেমীরা
কিন্তু গত কয়েক বছর ধরে বিবেকের পারফরম্যান্স কিছুটা ছন্দ হারিয়েছে। চোট-আঘাত, ফর্মের ওঠানামা এবং ক্লাব পরিবর্তনের কারণে তাঁর খেলার ধার কমে গিয়েছিল বলেই মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে কালীঘাট মিলন সংঘের হয়ে তিনি নতুনভাবে নিজেকে প্রমাণ করতে মরিয়া। ক্লাব সূত্রে খবর, তাকে ঘিরে বড়সড় পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। ফরোয়ার্ড পজিশনে তার অভিজ্ঞতা দলকে অনেকটাই সাহায্য করতে পারে বলে আশা করছেন তাঁরা।
খেলার পাশাপাশি বিবেক সিং বর্তমানে বাংলার প্রথম স্পোর্টস ব্লগার হিসেবে পরিচিত। খেলার প্রতি ভালোবাসা এবং প্রযুক্তির ব্যবহারকে একত্রিত করে তিনি তৈরি করেছেন এক অনন্য পরিচয়। বাংলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় খেপ খেলা কিংবা লিগ ম্যাচে অংশগ্রহণ করে, সেগুলোর ভিডিও ও অভিজ্ঞতা তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর এই কনটেন্টগুলি ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। ফুটবলপ্রেমীরা তার ব্লগের মাধ্যমে ঘরোয়া ফুটবলের একটি জীবন্ত চিত্র দেখতে পান, যা সাধারণত প্রচারের আলোয় আসে না।
টেস্টে রোহিত অধ্যায় অতীত, ইংল্যান্ড সফরের নতুন নেতা খুঁজে পেল BCCI!
ফুটবলার হিসেবে যেমন তিনি সংগ্রামী, তেমনি ডিজিটাল মাধ্যমে তিনি একজন প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটর। এবার কালীঘাট মিলন সংঘে তাঁর পারফরম্যান্স কেমন হয়, সেটাই দেখার। ক্লাবের সমর্থকরা যেমন আশায় বুক বেঁধেছেন, তেমনই ফুটবল মহলও তাকিয়ে আছে – পুরনো সেই জ্বলা বিবেক সিং কি আবার ফিরে আসবেন?