East Bengal : কবে জানা যাবে লাল হলুদের বিদেশি কারা? জেনে নিন

নতুন বিদেশি কারা, আসবেন কবে। এরকম কিছু প্রশ্ন রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের মনে। কারণ, দল গোছানোর কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। বিদেশি বাছাই ও চূড়ান্ত…

East Bengal may start practice first week of august

নতুন বিদেশি কারা, আসবেন কবে। এরকম কিছু প্রশ্ন রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের মনে। কারণ, দল গোছানোর কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। বিদেশি বাছাই ও চূড়ান্ত করার কাজটা এখনও বাকি। বিদেশিরা ক্লাবের অন্যতম আকর্ষণ। তাই বাড়তি উৎসাহ থাকবেই।

ইস্টবেঙ্গল ও ইমামি জট কেটে গিয়েছে। জোর কদমে দল গোছানোর কাজ চলছে। কোচ নিয়োগের কাজও সম্পন্ন। বিদেশি নিশ্চিত করার কাজ বাকি। সূত্রের খবর, নতুন সপ্তাহে বিদেশি সম্পর্কে আপডেট পাওয়া যেতে পারে। ইভান গঞ্জালেসের সঙ্গে বিদেশি ফুটবলারের তালিকায় আর কারা থাকবেন সেটা হয়তো খুব তাড়াতাড়ি জানা যাবে।

আধুনিক ফুটবলে অন্যতম দিন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া। ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো এখনও সচল হয়নি। সেখানে আপাতত শ্রী সিমেন্ট জমানার ছাপ। নতুন ছায়া এখনও পড়েনি। ক্লাব টুইটার, ফেসবুক সহ সামাজিক মাধ্যমে কবে সক্রিয় হবে, সে ব্যাপারেও সমর্থকদের মনে প্রশ্ন রয়েছে।

Advertisements

এখনও পর্যন্ত যা আপডেট তাতে নতুন সপ্তাহে ভালো কিছু খবর পাওয়া যেতে পর। বিদেশি ফুটবলার সম্পর্কে পোক্ত কোনো আপডেট পাওয়া গেলেও যেতে পারে। এছাড়া খুব তাড়াতাড়ি শুরু করা হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো।