গত তিন ম্যাচের মধ্যে দুটিতে জেতায় আত্মবিশ্বাসের সঙ্গে শুক্রবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামছে টিম ইস্টবেঙ্গল (East Bengal)। শুধু খেলতে নামছে বললেও কম বলা হবে,রীতিমতো চ্যালেঞ্জের সুরে টিম ইস্টবেঙ্গল। নিজামর্সদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে টিম ইস্টবেঙ্গলের বার্তা কলকাতার বিরিয়ানি খাওয়ানোর। যা এই মুহুর্তে ভাইরাল টুইট পোস্টটি।
খেলার আগের দিন বৃ্হস্পতিবার, সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গল এফসি কোচ বলেন,’খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। অন্যান্য ম্যাচগুলোর মতোই কঠিন। তবে আমাদের লড়ই করতে হবে, যা আমরা সব সময়ই করি। এবং তিন পয়েন্ট অর্জন করতে হবে’।নতুন কিছুই বলেন নি কনস্টাটাইন।প্রতিটি প্রি ম্যাচ প্রেস মিটে যা বলে থাকেন সেটাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন।আইএসএলে ১২ টা ম্যাচ এখনও খেলতে হবে লাল হলুদ শিবিরকে,প্রত্যেকটা ম্যাচ এখন হাওকিপদের কাছে ফাইনালের মতো।
There’s no debate on what আমাগো #AussiePola says here. Let’s get the job done on the field! ✊
আজ আমাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। যুদ্ধং দেহী! 🔥#JoyEastBengal #HFCEBFC #HeroISL #আমাগোমশাল #IndianFootball pic.twitter.com/zltW7zB1sA
— East Bengal FC (@eastbengal_fc) December 9, 2022