HFC-EBFC: নিজামর্সদের কলকাতার বিরিয়ানি খাওয়াতে চায় বাংলার পোলরা

East Bengal footballers challenge to feed Kolkata Biryani to Nizamars of Jordan O'Doherty

গত তিন ম্যাচের মধ্যে দুটিতে জেতায় আত্মবিশ্বাসের সঙ্গে শুক্রবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামছে টিম ইস্টবেঙ্গল (East Bengal)। শুধু খেলতে নামছে বললেও কম বলা হবে,রীতিমতো চ্যালেঞ্জের সুরে টিম ইস্টবেঙ্গল। নিজামর্সদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে টিম ইস্টবেঙ্গলের বার্তা কলকাতার বিরিয়ানি খাওয়ানোর। যা এই মুহুর্তে ভাইরাল টুইট পোস্টটি।

খেলার আগের দিন বৃ্হস্পতিবার, সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গল এফসি কোচ বলেন,’খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। অন্যান্য ম্যাচগুলোর মতোই কঠিন। তবে আমাদের লড়ই করতে হবে, যা আমরা সব সময়ই করি। এবং তিন পয়েন্ট অর্জন করতে হবে’।নতুন কিছুই বলেন নি কনস্টাটাইন।প্রতিটি প্রি ম্যাচ প্রেস মিটে যা বলে থাকেন সেটাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন।আইএসএলে ১২ টা ম্যাচ এখনও খেলতে হবে লাল হলুদ শিবিরকে,প্রত্যেকটা ম্যাচ এখন হাওকিপদের কাছে ফাইনালের মতো।

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন