ATK Mohun Bagan: ইস্টবেঙ্গলের ফুটবলার আসছে মোহনবাগানে

চোটের জেরে চলতি মরশুমে আর খেলা হবেনা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংড়ি।

Defensive midfielder Angusana

চোটের জেরে চলতি মরশুমে আর খেলা হবেনা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংড়ি। এবার টাংড়ির পরিবর্তে এই মরশুমের জন্যে অন‍্য কোনও ফুটবলার কে আনতে চলেছে এটিকে মোহনবাগান এমনটা আগেই জেনেছি আমরা।

কারণ রিজার্ভ বেঞ্চকে যেমন তেমন ভাবে হোক শক্তিশালী রাখতে চাইছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ইস্টবেঙ্গল দলের একজনের ফুটবলারের নাম উঠে এসেছিলো সম্প্রতি। এমন বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, সেই ফুটবলারের এটিকে মোহনবাগানে খেলার সম্ভাবনা আরও জোড়ালো হয়ে উঠেছে।

Advertisements

২৬ বছর বয়সী সেই ফুটবলারের নাম আঙ্গুসানা। ২০২০-২১ মরশুম থেকে ইস্টবেঙ্গলে রয়েছেন তিনি। চলতি মরশুমে তেমন একটা সুযোগ পাচ্ছেন না। এই ফুটবলার কে দলে পেতে ভীষণ আগ্রহী এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলের এই ফুটবলারকে নিতে পারেন কিনা এটিকে মোহনবাগান,এখন সেটাই দেখার বিষয়।