East Bengal : ডার্বির আগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আশঙ্কার খবর

ডার্বির (Emami East Bengal vs ATK Mohun Bagan) আগে ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। ভিপি সুহের (VP Suhair) চোটের কবলে পড়েছেন বলে আশঙ্কা…

East-Bengal

ডার্বির (Emami East Bengal vs ATK Mohun Bagan) আগে ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। ভিপি সুহের (VP Suhair) চোটের কবলে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisements

ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ, ভিপি সুহেরের চোট রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চোট কতোটা গুরুতর সে ব্যাপারে বিশদে কিছু জানা যায়নি। ফলে আসন্ন ডার্বিতে এটিকে মোহন বাগানের বিরুদ্ধে কোচ স্টিফেন কনস্টানটাইন (Stefen Constantine) তাঁকে খেলাতে পারবেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

বিজ্ঞাপন

আপাতত দলের ফিজিওর তত্ত্বাবধানে সুহের রয়েছেন বলে মনে করা হচ্ছে। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচের তিনি যথেষ্ট পরিশ্রম করে খেলেছিলেন। আক্রমণ ভাগে ইস্টবেঙ্গল সমর্থকদের তিনিই এখন ইস্টবেঙ্গল সমর্থকদের প্রধান ভরসা। 

ভিপি যদি খেলতে না পারেন, তাহলে ইস্টবেঙ্গলের একমাত্র ফরোয়ার্ড হিসেবে রয়েছেন নবাগত এলিয়ান্দ্র। তিনি সবে একটি ম্যাচ খেলেছেন। দলের সঙ্গে মানিয়ে নিতে এখনও সময় লাগবে। মাঠে নড়াচড়া কিছুটা ধীর বলে অনেকের মনে হয়েছে। ফিটনেস আরও উন্নত করতে হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ।