বর্তমানে আরজি কর কাণ্ডের (Kolkata Doctor Rape-Murder Case) প্রতিবাদে সরব হয়েছে গোটা রাজ্য। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। যার ছোঁয়া লেগেছে কলকাতা ময়দানে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এখন একজোট দুই প্রধানের সমর্থকরা। তবে সময় এগোনোর সাথে সাথেই সেই তালিকায় যুক্ত হতে শুরু করেছেন বাংলার একাধিক তারকা ফুটবলার। যাদের মধ্যে অন্যতম সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)।
শনিবার রাতেই নিজের সোশ্যাল সাইটে ডার্বি বাতিল সহ আরজি কর কাণ্ডের প্রতিবাদে নিজের মতামত তুলে ধরেছিলেন এই ফুটবলার। যা মুহূর্তেই মধ্যে ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। পরবর্তীতে প্রতিবাদে সরব হয়ে ওঠেন বাংলার একাধিক ফুটবলার। বাদ যাননি সবুজ-মেরুনের প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটাল। এসবের মাঝেই সামনে আসলো নয়া তথ্য।
আরজি কর কান্ডের প্রতিবাদ করায় ফেসবুক থেকে উড়ে গেল সৌভিক চক্রবর্তীর প্রোফাইল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘন্টাখানেক আগে তা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় সকলের মধ্যে।