চেন্নাই ম্যাচের একদিন আগে নতুন বিপদ লাল-হলুদ শিবিরে

চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর, দলের দায়িত্ব ছেড়েছিলেন লাল-হলুদের সুপার কাপ জয়ী…

East Bengal Nishu-Kumar

চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর, দলের দায়িত্ব ছেড়েছিলেন লাল-হলুদের সুপার কাপ জয়ী স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। পরবর্তীতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল আরেক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) হাতে। এরপরই এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) গ্ৰুপ পর্যায়ের ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে নিজেদের অবস্থান নিশ্চিত করে মশাল ব্রিগেড। একইসঙ্গে আইএসলের মঞ্চেও খাতা খুলেছে ময়দানের এই প্রধান। আইএসএলের (ISL) আগামী ম্যাচে তাঁদের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এই ম্যাচের আগে দলের সঙ্গে ফের অনুশীলনে যোগ দিয়েছেন স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপো (Saul Crespo)। কিন্তু নতুন করে চোট পেয়ে পরের ম্যাচে অনিশ্চিত নিশু কুমার (Nishu Kumar)।

Advertisements

Souvik Chakrabarti : ওপার বাংলা নিয়ে ‘বিস্ফোরক’ লাল-হলুদের সৌভিক, কী লিখলেন দেখুন

Advertisements

অস্কার ব্রুজোর কোচিংয়ে ইস্টবেঙ্গল আত্মবিশ্বাসী খেলছে, আর তাঁর নেতৃত্বে দলের পারফরম্যন্সে একাধিক ইতিবাচক পরিবর্তন এসেছে চোখে পড়ার মতো। ইস্টবেঙ্গল এখন পূর্ণদমে লড়াইয়ে ফিরেছে, আর তাদের গতির সঙ্গে খেলার কৌশলও অনেকটাই বদলে গেছে। ইস্টবেঙ্গলের এই রূপান্তরের মধ্যে তাদের শক্তিশালী আক্রমণ ও সঠিক ট্যাকটিক্যাল শিফট অন্যতম প্রধান কারণ। বিশেষ করে, দলের খেলোয়াড়দের মধ্যে দৃঢ় মনোভাব এবং একত্রিত হয়ে মাঠে লড়াই করার চেতনাটি এখন সবার নজর কেড়েছে।

Cleiton Silva : ইস্টবেঙ্গল থেকে বাদ পড়লে পড়শি ক্লাবে নাম লেখবেন ক্লেন্টন সিলভা! জানুন

৭ ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে মশাল ব্রিগেড। গত ম্যাচের মত এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের কিছুটা উপরে আসাই অন্যতম লক্ষ্য দলের সকল ফুটবলারদের। সেইমতো অনুশীলন চালাচ্ছেন দলের ফুটবলাররা। জয়ের ধারা বজায় রাখতে পারলে নিঃসন্দেহে তা অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে সকলের। আবার প্লে অফের দিকেও এক ধাপ করে এগিয়ে আসবে ক্লডিয়াস সরণির এই ক্লাব।

Robson Robinho : রবসন রবিনহো কবে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে? জানালেন খোদ লাল-হলুদের কোচ

কিন্তু এই ম্যাচে নামার আগে কিছুটা হলেও লাল-হলুদ শিবিরকে চিন্তায় ফেলেছিল স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপোর ইনজুরি। যদিও তাঁর এমআরআই করে দেখা গিয়েছে, চোট তেমন গুরুতর নয়। তাই বুধবার থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। এবার মশাল ব্রিগেডকে নতুন করে চিন্তায় ফেলল নিশু কুমারের ইনজুরি।

ফ্রিতে কোথায় দেখবেন পিঙ্ক বলের টেস্ট ম্যাচ? রইল ভারতের সম্ভাব্য একাদশ

দীর্ঘদিন চোটের আওতায় থেকে সুস্থ হচ্ছিলেন ইস্টবেঙ্গলের অভিজ্ঞ সাইড ব্যাক নিশু কুমার। কিন্তু মাঠে ফেরার আগেই পুরনো জায়গায় নতুন করে চোট পেয়েছেন নিশু। আপাতত অনুশীলন করতে পারছেন না। পুনরায় রিহ্যাব শুরু শুরু করেছেন। তাই তিনি মাঠে কবে ফিরবেন সেবিষয়ে এখনই নিশ্চিত ভাবে জানাতে পারছেন না দলের কেউই।