HomeSports NewsEast Bengal : সমর্থকদের ভালোবাসায় চারালামবোস হলেন চারু

East Bengal : সমর্থকদের ভালোবাসায় চারালামবোস হলেন চারু

- Advertisement -

গতকাল শহ‍রে পা রেখেই রাতারাতি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের নয়নমনি হয়ে উঠেছেন সাইপ্রাসের ভার্সেটাইল ডিফেন্ডার
চারালামবোস কিরিয়াকু‌। ইস্টবেঙ্গলের এই বিদেশি ফুটবলারের নাম উচ্চারণে খানিকটা সমস্যা হচ্ছিলো সমর্থক’দের , তাই তারা আদর করে এই ফুটবলারের নাম রেখেছেন চারু।

গতকাল, বিমান বন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরিয়াকু জানিয়েছিলেন, তাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ, মাঠে নেমে একশো শতাংশ দেওয়াটাই তার অন‍্যতম লক্ষ‍্য।জানিয়েছেন ইস্টবেঙ্গলের মতো ঐতিহ‍্যবাহী একটি ক্লাবে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

   

এদিন বিকেলেই অনুশীলনে নেমে পরলেন কিরিয়াকু।আর হাতে গোনা কয়েকটা দিন, তারপর নৈহাটিতে প্রস্তুতি ম‍্যাচ খেলবে ইস্টবেঙ্গল,আর তারপর ডুরান্ড কাপে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড। তাই সময় নষ্ট না করে সকালে শহরে এসে বিকেলে সতীর্থদের সাথে প্রস্তুতি নিতে নেমে পরলো ইস্টবেঙ্গলের সাইপ্রাসের তারকা ফুটবলার কিরিয়াকু।

প্রথম গা ঘামালেন আর তারপর দীর্ঘ সময় চললো বল নিয়ে নাড়াচাড়া করা।এবছর ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলারের অনুশীলন দেখতে ভীড় জমিয়েছিলেন লাল হলুদ সমর্থক’রা।তাকে নিয়ে কেমন ভাবে দল সাজান ইস্টবেঙ্গলের বিদেশি কোচ, এখন সেটাই দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular