HomeSports NewsEast Bengal FC: ইস্টবেঙ্গলের জার্সিতে এখনও থামেনি মহেশের দৌড়

East Bengal FC: ইস্টবেঙ্গলের জার্সিতে এখনও থামেনি মহেশের দৌড়

- Advertisement -

মরসুমের শুরু থেকে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেমন কলকাতা ফুটবল লিগে, তেমনই ডুরান্ড কাপেও জয়ের সরণীতে রয়েছে মশাল বাহিনী। গত মরসুমের যে এবারের ইস্টবেঙ্গল দল যে অনেকটা শক্তিশালী হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। শুধু কাগজে-কলমেই নয়, মাঠেও দলের পারফরম্যান্স আশা যোগাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে।

   

Next Gen Cup: ইংল্যান্ডে ম্যাচ খেলাতে চলেছেন বাংলার প্রতীক

নতুন মরসুম, নতুন ফুটবলার, নতুন করে আশায় বুক বাঁধা। বিগত কয়েক মরসুমে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সুলভ খেলা মেলে ধরতে পারেনি। তার অন্যতম কারণ, স্কোয়াডে ব্যাপক পরিবর্তন। এবার তার ব্যতিক্রম হয়েছে। গত মরসুমের স্কোয়াডের অনেকটা ধরে রেখে যুক্ত করা হয়েছে নতুন ফুটবলারদের। অর্থাৎ কোর টিম এবার ইস্টবেঙ্গলের হাতে রয়েছে। মরসুমের শুরু থেকে তার সুফল ভারতীয় ফুটবল প্ৰেমীরা দেখতেই পাচ্ছেন। পুরোনো ফুটবলাররা দলে থাকায় মাঠে বোঝাপড়া রয়েছে। নতুন কয়েকজন ফুটবলারকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে শুধু।

পুরনো ফুটবলারদের মধ্যে আলাদা করে বলতে হয় নাওরেম মহেশ সিং-এর কথা। ইস্টবেঙ্গলের অন্যতম আবিষ্কার এই মহেশ। ইস্টবেঙ্গলের হয়ে খেলেই সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। সেই মহেশ এবারেও রয়েছেন ইস্টবেঙ্গলে। খেললেন ডুরান্ড কাপের ম্যাচে।

পিছিয়ে থেকে দুরন্ত জয় লাল-হলুদের

ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে দেখা গেল মহেশের দৌড়। যথারীতি করিয়েছেন গোল। দৌড় দিয়ে একাধিকবার বিব্রত করার চেষ্টা করেছেন প্রতিপক্ষ দলের ফুটবলারদের। নিজেও গোল করার মতো জায়গায় চলে গিয়েছিলেন, পারেননি। মরসুম যত এগোবে মহেশ ততই নিজের পুরোনো ফর্মে ফিরবেন, এই আশা করবেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular