‘দিমি দিমি দিমি…’, গ্রিক তারকাকে বরণ করলেন রাতজাগা East Bengal সমর্থকরা

কে বলবে তখন ঘড়ির কাঁটায় রাত আড়াইটে? নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে লোকে লোকারণ্য। কালো মাথা আর লাল হলুদ (East Bengal) জার্সি। ‘৪এ’ এক্সিট গেটের…

Carles Cuadrat Shares Insights on Dimitrios Diamantakos

কে বলবে তখন ঘড়ির কাঁটায় রাত আড়াইটে? নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে লোকে লোকারণ্য। কালো মাথা আর লাল হলুদ (East Bengal) জার্সি। ‘৪এ’ এক্সিট গেটের বাইরে অপেক্ষায় বহু ইস্টবেঙ্গল সমর্থক। উঠছে স্লোগান। চরমে উত্তেজনার পারদ। ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় দিমি দিয়ামান্তকস (Dimitrios Diamantakos)। 

   

পাঠচক্র ম্যাচের পর বিএসএস-এর বিরুদ্ধেও সুফিয়ানের দুরন্ত গোল

রবিবার বেলায় শহরে মেগাইভেন্ট। তৃণমূলের শহীদ দিবস কর্মসূচি। রাজ্যের সিংহভাগ মানুষের চোখ থাকবে ধর্মতলায়। এই শহরে এমনও কিছু মানুষ রয়েছেন যাদের বলা চলা ফুটবল পাগল, ক্লাব অন্ত প্রাণ। এমনই বহু ইস্টবেঙ্গল ক্লাব অন্ত ভক্ত জড়ো হয়েছিলেন বিমান বন্দরের গেটের বাইরে। সূর্যের আলো ফুটতে তখনও ঘন্টাখানেক বাকি। প্রায় মধ্যরাত থেকে প্ৰিয় ক্লাবের হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে বরণ করে নেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে উপস্থিত হচ্ছিলেন লাল হলুদ জার্সিধারীরা। রাত যখন দুটো-আড়াইটে তখন চারের ‘এ’ গেটের বাইরে তিল ধারণের জায়গা নেই। কাঁচের গেটের সামনে সশস্ত্র নিরাপত্তা রক্ষী। ডিসপ্লে বোর্ডে ভেসে উঠছে বিভিন্ন রুটের একের পর এক বিমানের নাম। 

আর্জন্টিনার তারকা ফুটবলার খেলবেন ভারতের ক্লাবে!

দিমি যখন বিমানবন্দর থেকে বেরোচ্ছেন তখন রাত প্রায় ৩ টে ২০। গোল্ডেন বুটজয়ী গ্রিক ফুটবলারকে ফ্রেমবন্দী করার জন্য সক্রিয় হয়ে উঠেছে ফোনের ক্যামেরা। নাগাড়ে উঠছে ‘দিমি দিমি দিমি…’ ধ্বনি, সিটি। 

 

ফুটবল উদ্দীপনা কি শুধু সোশ্যাল মিডিয়ায়? জিকসন এসেও ভরাতে পারলেন না মাঠ

ওই ভিড়ের মধ্যে কোনোরকমে দিমি দিয়ামান্তকসকে বিমান বন্দরের বাইরে নিয়ে এলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা। লাল হলুদ সমুদ্রের মাঝে দাঁড়িয়ে সাদা গাড়ি। প্লেন থেকে নেমে সমর্থকদের কাছ থেকে এরকম অভ্যার্থনা পাবেন দিমি নিজেও হয়তো আশা করেননি।