East Bengal: জীবনের প্রথম ডার্বির আগে বিস্ফোরক দিমিত্রি

East Bengal

হাতে গোনা আর কয়েকটা দিন পরেই মরসুমের প্রথম ডার্বি। আর সেই ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ।‌‌ নর্থ ইস্টকে হারিয়ে লাল-হলুদ শিবির (East Bengal) এখন উত্তেজনায় ফুটছে। যে আত্মবিশ্বাস পাওয়া গিয়েছে মরসুমের প্রথম জয় পেয়ে, সেটা কাজে লাগিয়েই ডার্বি থেকে তিন পয়েন্ট আদায় করতে চান কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।

Advertisements

ইস্টবেঙ্গলের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে ডার্বি প্রসঙ্গে কনস্ট্যান্টাইন বলেছেন, “আমার কাছে সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। তবে এটা বলাই বাহুল্য, বড় ম্যাচের আলাদা মাহাত্ম্য আছে। আমরা একটা জয় ও অনেকটা আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নামব। এই মরসুমে এটা আমাদের চতুর্থ ম্যাচ হতে চলেছে। এটুকু বলতে পারি, ক্রমশ আমরা উন্নতি করছি। দলের খেলোয়াড়রাও এখন একে অপরের ভূমিকা সম্পর্কে আগের চেয়ে বেশি ওয়াকিবহাল। আমরা প্রত্যেকে ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি শনিবার আমরা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব।

   

অন্যদিকে ডার্বি নিয়ে উৎসাহিত দিমিত্রি বলেন, “এটি অনেক বড় ম্যাচ, অনেক বড় ডার্বি। আমি শুনেছি টিকিট সব বিক্রি হয়ে গেছে। প্রচুর মানুষের সামনে খেলার জন্য আমি উৎসাহিত।” গত ম্যাচে তিনটি গোলের পর তার প্রতি মেরিনার্সদের আশা কয়েকগুণ বেড়ে গেছে। ফলে তিনি চাপ অনুভব করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি ফুটবল খেলি জয়ের পাশপাশি খেলাটি উপভোগ করতে এবং খেলা দেখতে আসা সমর্থকদের আনন্দ দিতে।”

Advertisements

এটিকে মোহনবাগান মিডিয়া দলকে হুগো বুমোস জানিয়েছেন, ” কেরালা ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাসী। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ সবসময় স্পেশাল, এই ম্যাচ সবসময় অন্যান্য ম্যাচের থেকে আলাদা হয়। আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্য নামব।”