Tuesday, October 14, 2025
HomeSports NewsEast Bengal: কেন ভারতীয় ফুটবলারদের দিকে বাড়তি নজর মশালবাহিনীর?

East Bengal: কেন ভারতীয় ফুটবলারদের দিকে বাড়তি নজর মশালবাহিনীর?

কলিঙ্গ সুপার কাপ জয়ের ফলে, বহু বছর পর আবারো সর্বভারতীয় স্তরের কোনো ট্রফি ঘরে এসেছে ইস্টবেঙ্গলের (East Bengal)। যারফলে, নতুন সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে দেখা যাবে কলকাতা ময়দানের এই প্রধান দলকে‌। সেজন্য, অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগ থেকেও বেশ কিছু ফুটবলারদের দল চূড়ান্ত করে ফেলেছিল অনেক আগেই। তবে সেখানেই শেষ নয় আরো বেশ কয়েকজন ফুটবলারদের নেওয়ার কথা রয়েছে লাল-হলুদ ব্রিগেডের। আগামী সিজনে তাদের দিকেই নজর থাকবে সমর্থকদের।

Advertisements

তবে শুধু নতুন ফুটবলারই নয়। অধিনায়ক ক্লেটন সিলভা থেকে শুরু করে ডিফেন্ডার হিজাজী মাহের এবং মিডফিল্ডার সাউল ক্রেসপোর মতো ফুটবলারদের সঙ্গে আগেই চুক্তি বাড়িয়ে নিয়েছে মশাল ব্রিগেড। যারফলে, নতুন ফুটবল সিজনে ও ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে‌ দেখা যাবে এই সমস্ত ফুটবলারদের।

Advertisements

এছাড়াও পাঞ্জাব এফসির দাপুটে ফুটবলার মাদিহ তালাল ও নতুন মরশুমে যুক্ত হবেন ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করবে দলকে।  সেইসাথে নয়া বিদেশি ফুটবলারদের পাশাপাশি শক্তিশালী ভারতীয় ব্রিগেড তৈরি করার টার্গেট রয়েছে এই প্রধানের।

জানা গিয়েছে, দলকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে মূলত দেশীয় তরুণদের দলে নেওয়ার ক্ষেত্রে বাড়তি নজর রয়েছে মশাল বাহিনীর। উল্লেখ্য, আগত নয়া সিজনের জন্য আগেই নিশ্চিত হয়ে গিয়েছেন দেবজিত মজুমদার থেকে শুরু করে ডেভিড লালাসাঙ্গার পাশাপাশি প্রভাত লাকরা ও মার্ক জোনাথন পুইয়ার মতো ফুটবলার। তবে সেখানেই শেষ নয়। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে আরো বেশকিছু ভারতীয় তারকাকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে বাড়তি ট্রান্সফার ফি খরচ করতে পারে ম্যানেজমেন্ট।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ