পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। প্রথম ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইউনাইটেড কলকাতা ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মশাল ব্রিগেড। গোল পেয়েছেন নাসিব রহমান থেকে শুরু করে পিভি বিষ্ণু এবং ভানলালপেকা গুইতে। এই ধারাবাহিক বজায় রাখার লক্ষ্য থাকবে পরবর্তী ম্যাচ গুলিতে। হাতে কয়েকটা দিন তারপরেই সুপার সিক্সের পরবর্তী ম্যাচ খেলতে নামবে বিনো জর্জের ছেলেরা। এখন সেই ম্যাচ জিতে সাফল্য পাওয়ার রাস্তা আরও প্রশস্ত করার লক্ষ্য থাকবে লাল-হলুদের।
Also Read | সুপার সিক্সে দাপুটে লড়াই ইস্টবেঙ্গলের, সুরুচিকে গোলের মালা ডায়মন্ডের
তবে এসবের মাঝেই দেখা দিয়েছে বিপত্তি। চুরি গেল ইস্টবেঙ্গল (East Bengal) মাঠের ফ্লাড লাইটের তার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার সেই কথাই জানালেন খোদ লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। যারফলে এবার পরিকল্পনা থাকলেও রাতে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ” দলের পারফরম্যান্স আরও আপডেট করতে হবে। আরও ভালো খেলতে হবে। ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে জিততে হলে আরও ভালো খেলতে হবে। সবাইকে আহ্বান করছি মাঠে এসে দলকে সমর্থন করার জন্য।”
Also Read | যুবরাজের শিষ্যের ইতিহাস, আমিশাহিকে গুঁড়িয়ে এশিয়া কাপে ইতিহাস গড়ল ভারত
তারপরেই ফ্লাড লাইট প্রসঙ্গে তিনি বলেন, ” খুবই দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি পি ডাব্লিউ ডি গ্যালারির দিকে যে দুটো ফ্লাড লাইট আছে সেখানকার তার গুলো চুরি করে নিয়ে গেছে। এটা খুবই খারাপ জিনিস। আমাদের প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি বুঝতে পারছি না প্রশাসন কী করছে। সেজন্য আপাতত এখানে ফ্লাড লাইটে খেলা হওয়া সম্ভব নয়। তবে পি ডাব্লিউ ডি আবার আমাদের কোঅপারেট করছে। কাজ চলছে।”
পাশাপাশি সুপার কাপের ভেন্যু প্রসঙ্গে তিনি আরও বলেন, ” আমার সাথে ভার্বালি কথা হয়েছে ফেডারেশনের সাথে। বিভিন্ন জায়গায় কথা হচ্ছে গোয়া, নর্থইস্টের দিক গুলিতে এমনকি এখানেও। তবে বাংলায় মাঠ নিতে গেলে যে পরিমাণ অর্থ দরকার হবে সেটা খরচ করা কিছুটা হলেও চাপের। যারফলে বাইরে কোথাও হতে পারে।”