East Bengal একাদশে কোন কোন ভূমিপুত্র? দেখে নিন লিস্ট

Special Surprise for East Bengal

আজ থেকে কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)। নিয়ম অনুযায়ী এবারের সিএফএল-এ চারজন ভূমি পুত্র খেলানো বাধ্যতামূলক। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে বাংলা থেকে কারা রইলেন? চলুন জেনে নেওয়া যাক।

East Bengal ক্লাবের মাঠে কবে কবে CFL ম্যাচ? জেনে নিন

   

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর ইমামি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। ম্যাচের শুরু থেকে লাল হলুদ জার্সিতে দেখা গিয়েছে পাঁচজন ভূমি পুত্রকে। ইস্টবেঙ্গল ভূমিপুত্র হিসেবে এদিনের ম্যাচে মাঠে নামিয়েছে- আদিত্য পাত্র (অধিনায়ক), তন্ময় ঘোষ, তন্ময় দাস, মনোতোষ চাকলাদার, শ্যামল বেসরা।

 

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের স্কোয়াড:

গোলকিপার আদিত্য পাত্র (অধিনায়ক), বাথালা সুনীল, জেসিন টিকে, তন্ময় ঘোষ, তন্ময় দাস, অমন সিকে, মনোতোষ চাকলাদার, নসীব রহমান, শ্যামল বেসরা, মহম্মদ রোসাল, জোসেপ জাস্টিন।

East Bengal: ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার গোলের সামনেও ভয়ঙ্কর

ইস্টবেঙ্গলের রিজার্ভ দল- অনন্তু, আদিল, সঞ্জীব ঘোষ, সুব্রত মুর্মু, চাকু মান্ডি, বিজয় মুর্মু, গৌরব সাউ, সায়ন ব্যানার্জী, সুমন দে, বুনান্দো সিং।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন