ইন্ডিয়ান সুপার লীগের (Indian Super League) দশম সংস্করণের প্রথম ম্যাচে খেলতে আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেনি ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। সমালোচিত ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলার। তার মধ্যেও একজন ব্যতিক্রমী।
জামশেদপুর এফসির বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল। সুযোগ কাজে লাগাতে পারলে বিরতির আগেই দুই থেকে তিন গোল করে তারা এগিয়ে যেতে পারতো। কিন্তু তেমনটা হয়নি। গোলশূন্যভাবে শেষ হয়েছে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসির ম্যাচ। লাল হলুদ সমর্থকরা দলের ফরোয়ার্ড সিভেরিওকে কাঠগড়ায় তুলেছেন। গত মরসুমের নায়ক ক্লেইটন সিলভা তার চেনা ফর্মের ধারেকাছে নেই।
ইস্টবেঙ্গলের একজন বিদেশি ফুটবলার অবশ্য কিছুটা মুখ রক্ষা করতে পেরেছিলেন। তিনি সাউল ক্রেসপো। ইস্টবেঙ্গলের মাঝমাঠ সচল রাখার দায়িত্ব দক্ষতার সঙ্গে করেছেন তিনি। যার পুরস্কার পেলেন সঙ্গে সঙ্গে। তার নাম আইএসএল এর সপ্তাহের সেরা একাদশে জায়গা পেয়েছে।
The Kalinga Warriors dominate the #ISLTOTW for Matchweek 1️⃣! 📋#ISL #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/KWvNr2CQFE
— Indian Super League (@IndSuperLeague) September 26, 2023
ISL ১০ ম্যাচ উইক ওয়ানের সেরা একাদশ:-
গোলকিপার: রেহেনেস টি পি
ডিফেন্স: মুর্তাদা ফল, এলসিনহো, অময় রানাওয়ারে।
মাঝমাঠ: আদ্রিয়ান লুনা, সাউল ক্রেসপো, লেনি রডরিগেজ, সাহাল আব্দুল সামাদ
আক্রমণ: দিমি পেত্রতোস, জর্জ দিয়াজ, পার্থিব গগৈ।