ভারতের ঐতিহাসিক মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছে গোটা দেশ। সেই সাফল্যের অংশীদার দুই ক্রিকেটার। রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে বিশেষ সংবর্ধনা জানাতে চলেছে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। লাল-হলুদ শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যেই দুই বিশ্বজয়ী ক্রিকেটারকে অভিনন্দন জানানো হয়েছে। খুব শীঘ্রই তাঁদের জন্য আয়োজন করা হবে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।
মঙ্গলবার ক্লাবের সভাপতি এম. এল. লোহিয়া এক বিবৃতিতে জানান, “ইস্টবেঙ্গল ক্লাব ভারতের গর্ব রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। তাঁদের অসাধারণ পারফরম্যান্স গোটা দেশকে গৌরবান্বিত করেছে। মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয়ে তাঁরা অনন্য ভূমিকা পালন করেছেন, যা বাংলা ও ভারতের ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।”
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুই ক্রিকেটার তাঁদের নিজ নিজ জায়গা থেকে প্রতিশ্রুতি ও প্রতিভা প্রদর্শন করেছেন। নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রিচা ঘোষ, যিনি শিলিগুড়ির মেয়ে, ছোটবেলা থেকেই উত্তরবঙ্গের ক্রীড়া সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল স্থানীয় ক্লাব ক্রিকেট থেকে। সেখান থেকে জাতীয় দলে উঠে এসে আজ তিনি হয়ে উঠেছেন ভারতের বিশ্বজয়ের অন্যতম কারিগর। অন্যদিকে দীপ্তি শর্মা দীর্ঘদিন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করার পর ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করেছেন। তাঁর নিখুঁত অলরাউন্ড পারফরম্যান্স ভারতের বহু ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইস্টবেঙ্গল ক্লাবের বক্তব্য, এই দুই ক্রিকেটার কেবল দেশের নয়, বাংলার গর্বের প্রতীক। ক্লাবের সভাপতি বলেন, “ইস্টবেঙ্গল ক্লাব সব সময়ই সেই সমস্ত ক্রীড়াবিদদের সম্মান জানায়, যারা নিজেদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করেছেন। রিচা ও দীপ্তি সেই ধারার উজ্জ্বল উদাহরণ।”
ক্লাব সূত্রে জানা গিয়েছে, রিচা ও দীপ্তিকে তাঁদের সুবিধাজনক সময়ে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানের স্থান ও তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। ওই অনুষ্ঠানে দুই ক্রিকেটারকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে এবং তাঁদের বিশ্বজয়ী সাফল্যের স্মৃতিচিহ্ন হিসেবে ক্লাবের পক্ষ থেকে বিশেষ স্মারকও তুলে দেওয়া হবে।


