East Bengal FC: এবার জাতীয় লিগে লড়াই সুলঞ্চনাদের, কবে কাদের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল?

দিনকয়েক আগেই অনবদ্য লড়াই করে কন্যাশ্রী কাপ জয়ী হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal FC’s women’s team)। যা দেখে আনন্দে মাতোয়ারা ছিল লাল-হলুদ সমর্থকরা।

East Bengal Women's Team posing for a photograph

দিনকয়েক আগেই অনবদ্য লড়াই করে কন্যাশ্রী কাপ জয়ী হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal FC’s women’s team)। যা দেখে আনন্দে মাতোয়ারা ছিল লাল-হলুদ সমর্থকরা। কিন্তু এখানেই শেষ নয় মহিলা দলের ফুটবল মরশুম। চলতি মাসেই রয়েছে আরো বড় লড়াই।

Advertisements

এবার রাজ্যের সীমা অতিক্রম করে গোটা দেশের সামনে নিজেদের মেলে ধরার সুবর্ণ সুযোগ সুলঞ্চনাদের। আসন্ন মহিলা জাতীয় লিগে (National Football League) এবার খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল। সেইমর্মেই গত মাসে হিরো ইন্ডিয়ান ওমেনস লিগের তরফে প্রকাশ করা হয়েছিল দলীয় সূচি। যেখানে গ্রুপ ভেদে অন্যান্য দল গুলির সঙ্গে লাল-হলুদ ব্রিগেড। কাদের সাথে ম্যাচ খেলবে লাল-হলুদ কন্যারা?

Advertisements

গত মার্চের শেষে ইন্ডিয়ান ওমেনস লিগের সূচি অনুসারে, মূলত দুটি গ্রুপে ভাগ করা হয়েছে সমস্ত দল গুলিকে। গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’। যেখানে নির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ ‘এ’ তে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি অন্যান্য দল গুলি হল যথাক্রমে গোকুলাম কেরালা এফসি, মাতা রুক্মিণী দেবী স্পোর্টিং ক্লাব, হোপস এফসি, মিসাকা ইউনাইটেড ফুটবল ক্লাব, কাহানী এফসি, স্পোর্টস ওডিশা ও মুম্বাই নাইটস এফসি। অপরদিকে গ্রুপ ‘বি’ তে রয়েছে যথাক্রমে সেথু এফসি, কিকস্টার্ট এফসি, সেলটিক কুইন্স এফসি, ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন, সিআরপিএফ এফসি, চার্চিল ব্রাদার্স এফসি জি, লর্ডস এফএ কোচি ও ওডিশা এফসি। কিন্তু কবে কাদের সঙ্গে খেলবে এই লিগের দল গুলি, তার কোনো তখন প্রকাশ না করা হলেও আজ জারি হল ম্যাচের সময়সূচী।

সেই অনুযায়ী, আগামী ২৬ শে এপ্রিল লিগের চতুর্থ ম্যাচে গোকুলাম কেরালার মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তারপর দুদিনের বিরতি। ২৯ শে এপ্রিল কাহানীর বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ শিবির। এরপরে ২রা মে লিগের একাদশ তম ম্যাচে মাতা রুক্মিণীর সাথে লড়াই করবে কলকাতার এই প্রধান। এক্ষেত্রে প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টে বেজে ৩০ মিনিট থেকে। তারপর ৪ঠা মে সকাল ৮টা বেজে ৩০ মিনিটে মুম্বাই নাইটসের মুখোমুখি হবে সুলঞ্চনা ব্রিগেড।

একদিন বিশ্রাম নেওয়ার পর সকালেই মিসাকার বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গল কে। শেষে ৯ই মে ও ১২ ই মে স্পোর্টস ওডিশা ও হোপসের মুখোমুখি হবে লাল-হলুদ তনয়ারা। সেজন্য এখন থেকেই কঠোর অনুশীলন শুরু লাল-হলুদের মহিলা ফুটবলারদের। উল্লেখ্য, এবারের এই প্রত্যেকটি গ্রুপ থেকে প্রথম ৪টি করে দল আগামী মরশুমে মহিলা জাতীয় লিগ খেলার সুযোগ পাবে।

#EastBengalFC #WomensTeam #NationalFootballLeague #Fixtures #Opponents #Schedule