দীর্ঘ অপেক্ষার অবসান। শেষমেশ উচ্চ আদালতের ছাড়পত্রের পর আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল লাল-হলুদ (East Bengal FC) শিবিরের। ২০২৪-২৫ মরসুমের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন হিসেবে আজ ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের হাতে তুলে দেওয়া হল বিজয়ীর ট্রফি। সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ইস্টবেঙ্গল মাঠে এক অনাড়ম্বর কিন্তু গর্বময় অনুষ্ঠানে ট্রফি হস্তান্তর করেন কলকাতার মহানাগরিক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের প্রিমিয়ার ডিভিশন লিগে দুরন্ত ছন্দে খেলেছিল বিনো জর্জের প্রশিক্ষণে গড়ে ওঠা ইস্টবেঙ্গল শিবির। একের পর এক জয়ে লিগ তালিকায় শীর্ষে উঠে আসে ক্লাব। সুপার সিক্স পর্যায়েও জেসিন টিকে, সায়ন বন্দ্যোপাধ্যায়দের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ভবানীপুর, ক্যালকাটা কাস্টমস কিংবা মহামেডান প্রতিপক্ষ নির্বিশেষে মাঠে আধিপত্য ছিল লাল-হলুদের।
তবে সুপার সিক্সের গুরুত্বপূর্ণ এক ম্যাচে প্রতিপক্ষ হিসেবে না নামায় ডায়মন্ড হারবার এফসি, ওয়াকওভার পেয়ে যায় ইস্টবেঙ্গল। ফলত, টেকনিক্যালি চ্যাম্পিয়ন ঘোষণার পথ তৈরি হলেও, ডায়মন্ড হারবার ক্লাব সিদ্ধান্ত মানতে নারাজ হয়। তারা আলিপুর আদালতে আপত্তি জানালে, নিম্ন আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশে আটকে যায় আইএফএ তরফে চ্যাম্পিয়ন ঘোষণা। ফলে অনিশ্চয়তার ঘনঘটা তৈরি হয় লিগ নিয়ে।
পরবর্তীতে গোটা বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে, অবশেষে আদালতের ছাড়পত্র মেলে। সেই মোতাবেক আজ ইস্টবেঙ্গলকে আনুষ্ঠানিকভাবে গত মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি দেবব্রত সরকার, সচিব রূপক সাহা এবং প্রাক্তন ভারতীয় গোলরক্ষক অতনু ভট্টাচার্য। মঞ্চে ছিল উচ্ছ্বাস, ছিল গর্বের আবহ। একদিকে লাল-হলুদ সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অন্যদিকে ক্লাবের হয়ে পরিশ্রম করা ফুটবলার ও কর্মকর্তাদের মুখে ছিল তৃপ্তির হাসি।
এই প্রসঙ্গে আইএফএ জানিয়েছে, ২০২৪-২৫ মরসুমে পয়েন্ট টেবিল বিশ্লেষণ করে প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গল এফসি এবং রানার্স আপ হিসেবে ডায়মন্ড হারবার এফসির নাম ঘোষণা করা হয়েছে। আইএফএ প্রিমিয়ার ও প্রথম ডিভিশন লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় বলেন, “দীর্ঘ আইনি জটিলতা টপকে আমারা ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছি।” সচিব অনির্বাণ দত্ত বলেন, ” কয়েকদিন আগেই হাইকোর্টে রায় দিয়েছিল ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধা নেই । তাই এদিন আমরা তাদের হাতে ট্রফি তুলে দিলাম। সব লাল -হলুদ সমর্থকরাই এদিনের অপেক্ষায় ছিলেন। আমি ধন্যবাদ জানাব মেয়ে ফিরহাদ হাকিমকে। উনি ইস্টবেঙ্গল সমর্থক, আজ তিনি নিজে হাতে দলের ফুটবলারদের হাতে ট্রফি তুলে দিল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাব। ইস্টবেঙ্গলের সব সমর্থকদের জন্য শুভেচ্ছা।”
অন্যদিকে, একই দিনে আরও একটি আনন্দের উপলক্ষ সামনে। চলতি মরসুমে ইস্টবেঙ্গল আবারও চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায়। এদিন ঘরের মাঠেই ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই ৪১তম লিগ জিতবে বিনো জর্জের দল। ফলে ইস্টবেঙ্গল মাঠে সমর্থকদের জন্য দিনটি হয়ে উঠেছে এক ‘ডাবল সেলিব্রেশনের’ উপলক্ষ।
অতীতের চ্যাম্পিয়নশিপ ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি বা আইনি জট তৈরি হয়েছিল, তা এবার আদালতের নির্দেশে মিটে যাওয়ায় স্বস্তিতে আইএফএ। সংস্থার তরফে জানানো হয়েছে, অন্যান্য ডিভিশনের লিগ বিজয়ী ও সেরা পারফরমারদের পুরস্কার শারদৎসবের পর একটি বার্ষিক অনুষ্ঠানে প্রদান করা হবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
