দুর্দান্ত প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের 

Advertisements আইএফএ পরিচালিত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) জোনাল গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গল (East Bengal FC) গারোয়াল হিরোজের (Garhwal Heroes) বিপক্ষে দুরন্ত প্রত্যাবর্তন করেছে। নৈহাটি স্টেডিয়ামে…

Advertisements

আইএফএ পরিচালিত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) জোনাল গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গল (East Bengal FC) গারোয়াল হিরোজের (Garhwal Heroes) বিপক্ষে দুরন্ত প্রত্যাবর্তন করেছে। নৈহাটি স্টেডিয়ামে ২-১ গোলের মশাল জ্বালিয়েছে ইস্টবেঙ্গল। 

   

প্রথমার্ধেই এক গোল করে এগিয়ে যায় গারোয়াল হিরোজরা। হাড্ডাহাড্ডি খেলা হয় দুই দলের মধ্যে। ইস্টবেঙ্গল অনেক গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করে কিন্তু গোল করতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় ০-১ গোলে। 

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই সোনাম তেওয়াঙ ৫৯ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের প্রথম গোলটি করেন। এই একটি গোল পুরো দলের মানসিকতা কে পাল্টে দেয়। অনেক বেশি চনমনে হয় ইস্টবেঙ্গল। এই ভাবকেই সঙ্গে রেখে দ্বিতীয় গোলটি করে সহজিব গাজী ৬১ মিনিটের মাথায়। এরপর গারোয়াল আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি। অবশেষে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় মশাল বাহিনী। 

এই জয়ের মাধ্যমে তারা লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এলো।