বেঙ্গল ফুটবলকে চার গোলে হারালো ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক শিশিরের 

এ.আই.এফ.এফ. অনুর্দ্ধ ১৫ জুনিয়র লিগে (AIFF U-15 Junior League) ইস্টবেঙ্গল (East Bengal FC) ৪-০ গোলে বেঙ্গল ফুটবল একাডেমিকে (Bengal Football Academy) পরাজিত করে। খেলাটি অনুষ্ঠিত…

বেঙ্গল ফুটবলকে চার গোলে হারালো ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক শিশিরের 

এ.আই.এফ.এফ. অনুর্দ্ধ ১৫ জুনিয়র লিগে (AIFF U-15 Junior League) ইস্টবেঙ্গল (East Bengal FC) ৪-০ গোলে বেঙ্গল ফুটবল একাডেমিকে (Bengal Football Academy) পরাজিত করে। খেলাটি অনুষ্ঠিত হয় অমল দত্ত ক্রীড়াঙ্গন, দমদম-এ। 

খেলার শুরুতেই ১২ মিনিটের মাথায় সুরজিৎ মান্ডি প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। এরপর দুই দলেই হাড্ডাহাড্ডি লড়াই চলে। দুই দলের দুই খেলোয়াড় প্রথমার্ধেরই কার্ড দেখে। লাল-হলুদের সায়ন সরকার পরিবর্ত খেলোয়াড় হিসাবে নেমেই হলুদ কার্ডটি হজম করে। 

এরপর দ্বিতীয়র্ধে ৫২ মিনিটের মাথায় শিশির তার প্রথম গোলটি করে। পাশাপাশি জোড়া পরিবর্তের দিকে হাঁটে বেঙ্গল ফুটবল একাডেমি। যদিও তাতে স্কোরবোর্ড পাল্টায় নি। এরপর ৬০ এবং খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে পরপর দুই গোল করেন শিশির। 

Advertisements

তবে এই খেলা খুবই আক্রমণাত্মক ভাবে শেষ হয়। সব মিলিয়ে মাঠে ফাউলের বন্যা বয়ে গেছে। তবে ইস্টবেঙ্গলের রখনভাগ টপকে জালে বল জড়াতে পারেনি বেঙ্গল ফুটবল। 

ম্যাচ শেষের নায়ক হ্যাটট্রিক বয় শিশির সরকার।