বিষ্ণু-ডেভিডদের উপর ভরসা রেখে গ্ৰুপের শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের

কলকাতা লিগের (CFL 2025) গ্রুপ পর্বের শেষ ধাপে এসে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে নামছে লাল-হলুদের ব্রিগেড (East Bengal FC)। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে…

East Bengal FC draw against Calcutta Customs by 2-2 in CFL 2025

কলকাতা লিগের (CFL 2025) গ্রুপ পর্বের শেষ ধাপে এসে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে নামছে লাল-হলুদের ব্রিগেড (East Bengal FC)। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে কালীঘাট মিলন সংঘ (Kalighat Milan Sangha)। এই ম্যাচ জিতলেই সুপার সিক্সে জায়গা নিশ্চিত করবে বিনো জর্জের দল। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ কেরালার এই অভিজ্ঞ কোচ।

এবারের কলকাতা লিগে একের পর এক জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। টেলিগ্রাফের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪-০ ব্যবধানে সহজ জয় তুলে নেয় লাল-হলুদ। সেই ম্যাচেই জোড়া গোল করে নজর কাড়েন পিভি বিষ্ণু। তিনিই বর্তমানে দলের অন্যতম প্রধান আক্রমণভাগের ভরসা। সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় ও ডেভিড।

   

টেলিগ্রাফের বিরুদ্ধে যে প্রথম একাদশ নামিয়েছিলেন কোচ বিনো, কালীঘাটের বিরুদ্ধেও সেই দলেই ভরসা রাখছেন তিনি। কারণ, পয়েন্ট হারালেই সুপার সিক্সে ওঠা নিয়ে ফের জটিলতা তৈরি হতে পারে। তাই ম্যাচের আগেই বিনোর স্পষ্ট বক্তব্য, “আমাদের একটাই লক্ষ্য, সুপার সিক্সে পৌঁছনো। ৩ পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না।”

তবে এই টুর্নামেন্টকে শুধুমাত্র জুনিয়র ফুটবলার তুলে আনার মঞ্চ বলে মনে করছেন না বিনো। তাঁর মতে, “ডেভলপমেন্ট লিগ তার জন্য যথেষ্ট। কলকাতা লিগ ঐতিহ্যের প্রতীক। শুধু জুনিয়রদের নিয়ে খেললে তা সমর্থকদের আকর্ষণ হারাবে। বরং সিনিয়রদের সঙ্গে খেললে জুনিয়ররাও অনেক কিছু শিখতে পারে।” সেই কারণেই সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, এডমুন্ড লালরিনডিকা, প্রভাত লাকরা, ডেভিডদের মতো অভিজ্ঞদের রাখা হচ্ছে প্রতিটি ম্যাচের স্কোয়াডে।

ডুরান্ড কাপের ব্যর্থতার পর সিনিয়রদের বেশিরভাগকেই কিছুদিনের ছুটি দিয়েছেন প্রধান কোচ অস্কার ব্রুজো। তবে সৌভিক, ডেভিড, বিষ্ণুদের মাঠে নামানো হচ্ছে নিয়মিত। কারণ, ক্লাব ম্যানেজমেন্টের লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া। কলকাতা লিগেও সেই মানসিকতা স্পষ্ট।

Advertisements

তবে আক্রমণে গোলের ঝড় বইলেও, রক্ষণভাগ কিছুটা চিন্তার কারণ হয়ে উঠেছে। ১০ ম্যাচে ২৭টি গোল করলেও ইতিমধ্যেই ৯টি গোল হজম করেছে ইস্টবেঙ্গল। সুমন, সঞ্জীব, মনতোষ চাকলাদাররা এখনও পুরোপুরি ফিট নন। বিক্রম প্রধান কার্ড সমস্যায় মাঠের বাইরে। চাকু মান্ডি এখনও নিজের ফর্ম খুঁজে পাচ্ছেন না। তাই কালীঘাটের বিরুদ্ধে রক্ষণভাগকেও বাড়তি সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, কালীঘাট মিলন সংঘ এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে। ৯ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে ধুঁকছে দীপঙ্কর বিশ্বাসের দল। অবনমন বাঁচাতে এই ম্যাচে অন্তত এক পয়েন্ট পাওয়া প্রয়োজন। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাব হিসেবে কালীঘাট এমএসকে অনেকেই বড় প্রত্যাশায় দেখলেও, এবারের লিগে সেই চেহারা এখনও দেখা যায়নি।

ম্যাচ শুরু বিকেল ৩টেয়, নৈহাটি স্টেডিয়ামে। ম্যাচ সম্প্রচারিত হবে এসএসইএন অ্যাপে। তাই যারা মাঠে থাকতে পারবেন না, তারা অ্যাপ মারফত খেলা উপভোগ করতে পারবেন।

East Bengal FC will face off agaisnt Kalighat Milan Sangha of CFL 2025 group last match