ডুরান্ডে ‘খেলা হবে’! ট্রফির লক্ষ্যে লাল-হলুদ, অঘটনের খোঁজে ডায়মন্ড

ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025 ) দ্বিতীয় সেমিফাইনালে (Semi Final) আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ও ডায়মন্ড হারবার এফসি…

East Bengal FC will face of against Diamond Harbour FC in Durand Cup 2025 Semi Final

ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025 ) দ্বিতীয় সেমিফাইনালে (Semi Final) আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ও ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। একদিকে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও সাফল্যের ইতিহাস বয়ে আনা মশাল ব্রিগেড। অন্যদিকে টুর্নামেন্টে একের পর এক অঘটন ঘটিয়ে সেমিফাইনালে পা রাখা কিবু বিকুনার দল।

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ডার্বি জয় যেন লাল-হলুদের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাই ট্রফি জয়ের স্বপ্নে বিভোর ব্রুজোর ছেলেরা এখন একটাই লক্ষ্যে এগিয়ে চলেছে ডুরান্ড কাপ ঘরে তোলা। কোচ অস্কার ব্রুজো স্পষ্ট জানিয়েছেন, “আমাদের কোনও আত্মতুষ্টি নেই। ডার্বি খেলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেমিফাইনাল। প্রতিপক্ষকে খাটো করে দেখার কোনও প্রশ্নই নেই।”

   

দলের মূল ভরসা হয়ে উঠেছেন বিদেশি পাঁচ তারকা। দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মিগুয়েল ফিগুয়েরা, কেভিন সিবিলে, রশিদ এবং সাউল ক্রেসপো। পাশাপাশি মহেশ সিং, বিপিন সিং, লালচুংনুঙ্গার মতো ভারতীয় খেলোয়াড়রাও দারুণ ছন্দে রয়েছেন। ডার্বির জয়ে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন, তারাই এবারও কোচের তুরুপের তাস।

প্রথমবার ডুরান্ডে নাম লেখানো ডায়মন্ড হারবার এফসি ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম চমক। কোচ কিবু ভিকুনার কৌশলী পরিচালনায় তারা পরপর হারিয়েছে মহমেডান এসসি ও জামশেদপুর এফসির মতো অভিজ্ঞ দলকে। ফাইনালে ওঠার হাতছানি তাদের এখন স্বপ্ন নয়, বাস্তব সম্ভাবনা।

যদিও বড় ধাক্কা লেগেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্লেটন সিলভেইরার চোটে। তিনি আজ মাঠে নামতে পারবেন না। ফলে বিদেশি কোটায় রয়েছে মাত্র দুই খেলোয়াড়, স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কার্তোজা ও স্লোভেনিয়ান ফরোয়ার্ড লুকা মাজসেন। তবু হার মানতে নারাজ কিবু। তাঁর সাফ বক্তব্য, “ওরা হয়ত অভিজ্ঞতায় ও শক্তিতে এগিয়ে, কিন্তু ফুটবলে কাগজে-কলমে কিছুই ঠিক করে না। আত্মবিশ্বাস আর সংহত খেলাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।”

Advertisements

আজকের ম্যাচে শুধু দুই দল নয়, দুই স্প্যানিশ কোচের কৌশলগত লড়াইয়েও নজর থাকবে সকলের। ব্রুজোর ইস্টবেঙ্গল মূলত বল পজেশন ও দ্রুত কাউন্টার অ্যাটাকে ভর করে, যেখানে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার মজে থাকে গোছানো রক্ষণ ও পরিকল্পিত পাল্টা আক্রমণে।

লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, “আমাদের টার্গেট হল ধারাবাহিকতা বজায় রাখা। মরসুমের শুরু থেকেই আমরা ভালো খেলছি। এখন সেটাকে ধরে রাখাই চ্যালেঞ্জ।” অন্যদিকে কিবা ভিকুনা বলেছেন, “আমরা সেমিফাইনালে এসেছি আমাদের কাজের জোরে। ওদের সম্মান করি, কিন্তু ভয় পাই না।”

এই প্রথমবার ডুরান্ড কাপে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার। সেই কারণে ম্যাচের আকর্ষণ আরও বেড়েছে। লাল-হলুদের কাছে এই ট্রফি ঘরে তোলার সুযোগ। আবার ডায়মন্ড হারবারের সামনে সুযোগ, কলকাতা ময়দানে নিজেদের স্থায়ী করে তোলার।

East Bengal FC will face of against Diamond Harbour FC in Durand Cup 2025 Semi Final