সোমবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal FC) মাঠে গর্জে উঠতে চলেছে লাল-হলুদের সমর্থকদের জয়ধ্বনি। কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের (CFL 2025) নির্ধারক ম্যাচে ময়দান প্রধানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United SC)। ম্যাচের আগেই শিরোনাম, “শুধু এক পয়েন্ট দূরে ইতিহাস।”
সুপার সিক্সে দুটি ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট পেয়ে এখন শীর্ষে ইস্টবেঙ্গল (Bengali Sports News)। অন্যদিকে, ইউনাইটেড স্পোর্টসের সংগ্রহ ৪ পয়েন্ট। ফলে সোমবার ইস্টবেঙ্গল যদি ড্র-ও করতে পারে, তবেই নিশ্চিত হয়ে যাবে ঘরোয়া লিগের ৪১তম খেতাব (Kolkata Football News)। অথচ দলের কেরালাইট কোচ বিনো জর্জ (Bino George) কিন্তু ‘ড্র’ নয়, চাইছেন তিন পয়েন্টই। ম্যাচের আগের দিন তাঁর স্পষ্ট বার্তা, “ড্রয়ের মানসিকতা নিয়ে নামলে ডুবতে হবে। আমাদের লক্ষ্য একটাই জয়।”
দলও প্রস্তুত, মনেও আত্মবিশ্বাস। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নেমে দলের খেলায় গতি আনা জেসন টিকে আগের থেকে অনেক বেশি ফিট। যদিও কার্ড সমস্যায় থাকছেন না গুরুত্বপূর্ণ মিডফিল্ডার চাকু মাণ্ডি। তাঁর জায়গায় দলে আসছেন মনতোষ চাকলাদার।
ইতিমধ্যে আইএফএ’র ঘোষণা অনুযায়ী, গত মরসুমের (২০২৪-২৫) চ্যাম্পিয়ন হিসেবেও ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলকে। আদালতের নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। ফলে তিন দিনের মধ্যে দ্বিতীয় ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে বিনো জর্জের দল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ম্যাচ শুরুর আগেই ৪০তম ট্রফি তুলে দেবেন ক্লাব কর্তৃপক্ষের হাতে। তবে মাঠের বাইরের উৎসবে এখনই মন দিতে নারাজ ইস্টবেঙ্গল শিবির।
বিপক্ষে অবশ্য লড়াকু ইউনাইটেড স্পোর্টস। কোচ লালকমল ভৌমিক বারবার চমক দিতে জানেন। গ্রুপ বি’র শীর্ষে থেকে সুপার সিক্স রাউন্ডে ওঠা ইউনাইটেড প্রথম ম্যাচে ২-০ গোলে হারায় ক্যালকাটা কাস্টমসকে, এরপর সুরুচি সংঘের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ বাঁচায়। এই ম্যাচে জোড়া গোল করে নজর কাড়েন শ্রীনাথ এম। লালকমল বলেছেন, “ইস্টবেঙ্গল শক্তিশালী দল, তবে আমরা সুযোগের অপেক্ষায় আছি। ভুল করলে ওদের চাপে ফেলব।”
সোমবার বেলা ৩টে থেকে শুরু হতে চলা এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তাই ক্লাব মাঠে ঢুকতে পারলেই যেন লাল-হলুদের ইতিহাসের সাক্ষী থাকার সুযোগ। এখন দেখার, ‘হোম গ্রাউন্ড’র সুবিধা কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল কি তবে ফের একবার লিগ চ্যাম্পিয়ন হয়ে ওঠে?
𝗠𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 4️⃣1️⃣ 🏆
The United SC test awaits the 𝗱𝗲𝗳𝗲𝗻𝗱𝗶𝗻𝗴 𝗰𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻𝘀 💪🔴🟡🏟️ East Bengal Ground
⏰ 3 PM
📺 Live on the SSEN app #JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/TpqwUKhnR1— East Bengal FC (@eastbengal_fc) September 21, 2025
CFL 2025 title decider match between East Bengal FC vs United SC

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
