ক্রেসপোকে রেখে প্রথম একাদশ সাজালেন কোচ ব্রুজো

ইস্টবেঙ্গল (East Bengal FC) শনিবার পঞ্জাব এফসি (Punjab FC) র বিরুদ্ধে আইএসএলে (ISL) মাঠে নামছে। বিকাল ৫ টায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই…

ক্রেসপোকে রেখে প্রথম একাদশ সাজালেন কোচ ব্রুজো

ইস্টবেঙ্গল (East Bengal FC) শনিবার পঞ্জাব এফসি (Punjab FC) র বিরুদ্ধে আইএসএলে (ISL) মাঠে নামছে। বিকাল ৫ টায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

ম্যাচের আজ দুই দল প্রথম একাদশ প্রকাশ করেছে। ইস্টবেঙ্গলের এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে রয়েছে সউল ক্রেসপো। পঞ্জাবের হয়ে রয়েছে ইভান। পাশাপাশি ইস্টবেঙ্গলের বিষ্ণু লাল-হলুদ জার্সিতে তার ৫০তম ম্যাচটি খেলবে। 

   

প্রথম একাদশ

Advertisements

পঞ্জাব এফসি (৪-২-৩-১): রবি কুমার (গোলকিপার), খাইমিনথাং লুংডিম, ইভান নভোসেলেক, লিওন অগাস্টিন, আশিস প্রধান, রিকি শাবং,ইজেকুয়েল ভিদালে, মুহাম্মদ সুহেল, এসমির সুলজিক, সুরেশ মিতাই, পেট্রোস গিয়াকৌমাকিস।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Punjab FC (@rgpunjabfc)

ইস্টবেঙ্গল এফসি (৪-২-৩-১): প্রভসুখান গিল (গোলকিপার), রাকিপ, আনোয়ার আলি, সউল ক্রেসপো, হেক্টর ইউস্তে, লালচুংগুঙ্গা, মাহেশ সিং নাওরেম, সৌভিক চক্রবর্তী, মেসি বৌলি, পি.ভি. বিষ্ণু, দিমিত্রি ডায়মান্তাকোস।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by East Bengal FC (@eastbengalfootballclub)