ডার্বি ঘিরে চড়ছে পারদ, জোড় কদমে অনুশীলনে ময়দানের দুই প্রধান

১৯ অক্টোবর কলকাতা ময়দান ফুটবলের মহারণ। এদিন ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মুখোমুখি হবে যুযুধান দুই পক্ষ ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun…

East Bengal FC vs Mohun Bagan SG on October 19 to be first Kolkata derby of season

১৯ অক্টোবর কলকাতা ময়দান ফুটবলের মহারণ। এদিন ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মুখোমুখি হবে যুযুধান দুই পক্ষ ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের ম্যাচ ঘিরে ইতিমধ্যে উত্তাপ বাড়ছে দুই দলের সমর্থকদের মধ্যেও। যদিও মাঠে বল দখলের লড়াই শুরু হতে বাকি ১০০ ঘন্টার বেশি। এর আগে সমাজমাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে কটাক্ষের লড়াই শুরু হয়ে গিয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। শুরু হয়েছে টিকিট বিক্রি। যাকে কেন্দ্র করে উত্তেজনার থার্মোমিটারে চড় চড়িয়ে চড়ছে পারদ। ডার্বির রং পরিবর্তনে জোড় কদমে অনুশীলন শুরু করে দিয়েছে ময়দানের দুই প্রধান।

আইলিগ নিয়ে বড় আপডেট, শোনাল AIFF

   

উমা শ্বশুর বাড়ি ফিরে গিয়েছেন। তবুও উৎসবের আমেজে মেতে রয়েছেন আপামর বঙ্গবাসী। তবে ‘মর্যাদার লড়াই’য়ে নিজেদের ধরে রাখতে উমা বিদায়ের দিনই ছুটি শেষে সকাল থেকে জোর কদমে চলল অনুশীলন শুরু করে দিয়েছেন লাল -হলুদ শিবিরের (East Bengal FC) ফুটবলাররা। আই এস এলের শুরু থেকেই বিপর্যয়ের মুখে পরে লিগ টেবিলের তলানিতেই রয়েছে মাদিহ তালালরা। মরশুমে টানা চার ম্যাচে হার একইসঙ্গে কোচের পদ থেকে কার্লেস কুয়াদ্রাতের ইস্তফা। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ক্লডিয়াস সরণির এই ক্লাব।

বিরাট কোহলির দলকে টিকিয়ে রাখতে ‘বড়’ উদ্যোগ সরকারের

পুজোর মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে চমক দিয়েছিল লাল-হলুদ শিবির। এখনও দলের দায়িত্ব নেন নি স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। ক্লেন্টন সিলভা থেকে শুরু করে নন্দকুমার দের প্রশিক্ষণ দিচ্ছেন কলকাতা ফুটবল লিগে সাফল্য পাওয়া কোচ বিনো জর্জ। তাই ডার্বি জিতে ডার্বির রং লাল-হলুদ করা এবং মরশুমের প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট ঘরে তোলাই একমাত্র এবং প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের।

ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিবু ভিকুনার দলের

অন্যদিকে মোহনবাগান শেষ ম্যাচে ময়দানের আরেক প্রধান মোহামেডান স্পোটিংকে হারিয়ে ‘মিনি ডার্বি’র রং করেছে সবুজ-মেরুন। এবার আবার কলকাতা ডার্বি, ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া বাগান শিবিরের হেড স্যার মোলিনা। আইএসএলের গত মরশুমের দুটি ডার্বির মধ্যে একটির ফলাফল ড্র হয় এবং অপরটিতে দাপট দেখিয়েছিল মোহনবাগান। যদিও সে সময় দলের দায়িত্বে ছিলেন হাবাস। তাই আগামী শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচ বাগানশিবিরের ফুটবলারদের কাছে।

ভারতের ভরসা পাকিস্তান! সেমির দৌড়ে কে এগিয়ে ?

সপ্তমী থেকে দশমীতে যেখানে অনুশীলন ছুটি গোটা দলের, সেখানে সপ্তমী আর নবমীতে ছুটি ছিল না বাগানের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের। সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান আর আলবার্তো রডরিগেজ এই তিন ফুটবলারকে ছুটির মধ্যেও দু’দিন রিহ্যাব করতে দেখা যায়। পাশাপাশি ছুটি কাটিয়ে আজ থেকে ডার্বির প্রস্তুতিতে নেমে পড়েছে বাগান শিবিরের বাকি ফুটবলাররা।

এই মরশুমে দুই দলই নতুন করে দল সাজিয়েছে। দলে যোগ দিয়েছেন নাম করা একাধিক তারকা ফুটবলাররা। তাই আসন্ন কলকাতা ডার্বি ম্যাচের ফলাফল কি হয় সেই দিকেই নজর রয়েছে হাজার হাজার বাংলার ফুটবল প্রেমীদের।