ইস্টবেঙ্গল ছাড়লেন আরও এক ফুটবলার, চিন্তিত সমর্থকরা

East Bengal FC's Toijam Thoibisana Chanu Signs with Sreebhumi FC

আইএসএলের নতুন মরশুমে খেলতে নামার আগে নতুন ভাবে দল সাজিয়েছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। তবে ফলাফল হয় শূণ্য। অভিযান শুরুর পর থেকেই ধুঁকছে ক্লডিয়াস সরণির এই ক্লাবের। বিপদ পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের (East Bengal FC)। কার্যত ইন্ডিয়ান সুপার লিগে মশাল নিভতে বসলেও। কলকাতা ফুটবল লিগে (CFL) বেশ ছন্দেই দেখা গিয়েছে বিনো জর্জের দলকে। এর মধ্যেই আসন্ন ইন্ডিয়ান উইমেন্স লিগকে সামনে রেখে আগে নতুন ভাবে দল সাজাচ্ছে লাল-হলুদ শিবির। এর মধ্যেই দল ছাড়লেন আরও এক ফুটবলার।

Advertisements

ডার্বির উত্তেজনা শহরে, প্রত্যাশা কি জানালেন টিকিটের লাইনে দাঁড়ানো সমর্থকরা

   

দীর্ঘ দিন ধরে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের রক্ষণভাগের দায়িত্ব সামলেছেন ১৭ বছর বয়সের তোইজাম চানু (Toijam Thoibisana Chanu)। এবার দল ছাড়লেন তিনি। নয় মাসের চুক্তিতে যোগ দিলেন গত মরশুমের কন্যাশ্রী কাপ জয়ী দল শ্রীভূমি এফসিতে। ইন্ডিয়ান উইমেন্স লিগে নতুন মরশুমে এই দলের হয়েই মাঠে নামবেন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের প্রাক্তন ডিফেন্ডার।

ডার্বি ম্যাচে লাল-হলুদের কোচের দায়িত্বে কে, অনিশ্চিত অস্কার নাকি বিনো জর্জ

Advertisements

মঙ্গলবার ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলে ৮ মাসের চুক্তিতে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের বছর ২৫-এর ডিফেন্ডার সোনালি চেমাতে। এছাড়াও সম্প্রতি মহিলা ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন গত বছর ওড়িশা মহিলা দলের হয়ে খেলা ডিফেন্ডার সুইটি দেবী। একইসঙ্গে ইস্টবেঙ্গল মহিলা দলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আশালতা দেবী এবং অঞ্জু তামাং-এর।