ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচ হেরে খাদের কিনারায় ইস্টবেঙ্গল (East Bengal FC)। মানসিকভাবে বিধ্বস্ত ফুটবলাররা। তবে ফর্মুলা দিয়ে প্লে অফে খেলার অঙ্ক কষে দিয়েছেন দলের নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। এরমধ্যেই এএফসি চ্যালেঞ্জ লিগ (AFC Challenge League) খেলতে ভুটানে (Bhutan) পৌঁছে গিয়েছেন দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, মাদিহ তালালরা। শনিবার মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড। ক্লেটনদের প্রথম প্রতিপক্ষ স্থানীয় পারো এফসি (Paro FC)। এই আন্তর্জাতিক ম্যাচে জড়িয়ে রয়েছে দেশের সম্মানও। তাই এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া তাঁরা। অতীত ভুলে দলকে সমর্থন করতে প্রতিবেশী দেশ ভুটানের উদ্দেশে ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান্স ক্লাবের সদস্যরা (East Bengal FC Supporters)।
বেঙ্গালুরু বধের পরিকল্পনা ফাঁস মিকেল স্ট্যাহরের
২রা অক্টোবর ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে না নিয়ে বড় শাস্তির মুখে পড়তে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG)। এএফসির এসিএল টু-এর (ACL- 2) বাকি ম্যাচ থেকে বাদ পড়েছে বাগান শিবির। সেই নিয়ে কিছু দিন আগে লাল-হলুদ শিবিরের নতুন কোচ জানিয়েছিলেন, “মোহনবাগান এএফসিতে নেই, এখন আমরাই দেশের হয়ে এএফসি তে প্রতিনিধিত্ব করব। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”
যদিও এটি শুধু দলের জন্য নয়, পুরো দেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আগামীকাল সেই অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে চলেছেন অস্কার ব্রুজোর দল। তবে কাজটা নিঃসন্দেহে কঠিন। কৃত্রিম ঘাসের মাঠ এবং পাহাড়ি আবাহাওয়া সামাল দেওয়া বেশ কঠিন।
East Bengal FC : এএফসি চ্যালেঞ্জ লিগের সাংবাদিক বৈঠকে অনুপস্থিত অস্কার, তাহলে!
এই সব বাধার কথা মাথায় রেখেই জোড় কদমে অনুশীলনে লাল-হলুদ ফুটবলাররা। তবে আইএসএলের মতো নিয়ম নয় এএফসি’তে। এখানে প্রথম একাদশে চার বিদেশি খেলানো যায়। এএফসি’তে তেমন বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ছয় বিদেশির পুরো সেট ব্যবহার করার সুযোগ পাবেন লাল-হলুদ কোচ। সেই কথা মাথায় রেখেই দল সাজাবেন অস্কার ব্রুজো।
নিলামের আগেই ‘গেঞ্জি অবতারে’ সমাজমাধ্যমে ভাইরাল হলেন ধোনি
ইন্ডিয়ান সুপার লিগে দলের খারাপ পরিস্থিতি হলেও নতুন কোচ সমর্থকদর উদ্দেশে বলেছিলেন, “এই দলটার উপর বিশ্বাস রাখুন। আমরা ফিরে আসব। পরের মরসুম বা দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোর কথা বলছি না। খুব শিগগিরই ফিরে আসব। আমরা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছি।” নতুন কোচের ওপর আস্থা রেখেই ভুটানের উদ্দেশে পারি দিয়েছেন মশাল ব্রিগেডের সমর্থকরা। তাঁদের আশা একটাই দ্রুত দলের সাফল্য ফিরে আসা।
Touchdown Hasimara 🔥❤️💛#JoyEastBengal #EastBengalUltras #EBUltrasInAsia https://t.co/ARYTmVQRC1 pic.twitter.com/EJfvi1Dhv8
— East Bengal Ultras | East Bengal FC’s 12th Man. (@ebultras1920) October 25, 2024