East Bengal FC: লড়াই করেও জামশেদপুরের কাছে পরাজিত ইস্টবেঙ্গল

শেষরক্ষা হল না। নির্ধারিত সময়ে ৩-২ গোলে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) পরাজিত করল জামশেদপুর এফসি (Jamshedpur FC)।

East Bengal FC vs Jamshedpur FC football match

শেষরক্ষা হল না। নির্ধারিত সময়ে ৩-২ গোলে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) পরাজিত করল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। শুরুতেই লাল-হলুদ ফুটবলার অতুল উন্নিকৃষ্ণনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জামশেদপুর। তারপরে প্রথমার্ধের একেবারে শেষের দিকে বিতর্কিতভাবে পেনাল্টি পায় জামশেদপুর। সেখান থেকেই বেড়ে যায় ব্যবধান। যারফলে ২-০ গোলে এগিয়ে থাকে চোয়াংতুর দল।

Advertisements

East Bengal FC vs Jamshedpur FC football match action

বিজ্ঞাপন

তবে দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণের ধার বাড়াতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল। তবে একাধিকবার প্রতিপক্ষের রক্ষন ভেঙে ঢুকে গেলেও গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে। তবে লাল-হলুদ তারকা হিমাংশু জ্যাংরার পেনাল্টি থেকে জোড়া গোলের ফলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল ব্রিগেড। তারপর ফের আক্রমণের ধার বাড়াতে থাকে জামশেদপুর। তবে এসবের মধ্যেই হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয় মাঠের মধ্যে। বাধ্য হয়ে দলের গোলরক্ষক মোহিত কে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। তবে দশজন হয়ে গিয়ে ও দমে যায়নি তারা।

নির্ধারিত সময়ের শেষের দিকে দলের তৃতীয় গোল করেন জামশেদপুরের এক ফুটবলার। যারফলে ডেভলপমেন্ট লিগে এই প্রথম ম্যাচ পরাজিত হল লাল-হলুদ শিবির। আজ মাঠে নামার আগেই দলে তিনটি পরবির্তন এনেছিলেন কোচ বিনো জর্জ। কিন্তু শেষপর্যন্ত দলের পতন রোধ করা সম্ভব হল না।